আবীর দত্ত, কলকাতা: মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউটকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত সাবির-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। আরেক অভিযুক্ত সোনা এখনও পলাতক। শুক্রবার বিকেলে বাইক ওভারটেককে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। এখলাস বেগ নামে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সাবির ও সোনা নামে দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। পলাতক সোনা ওরফে মহম্মদ পাইমুদ্দিন কুখ্যাত দুকৃতী গব্বরের ঘনিষ্ঠ। এর আগেও তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবির সোনার শ্যালক। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ।


কলকাতা পুলিশ কমিশনারের বার্তা:
মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউট ও কসবায় গুলি-বোমাবাজির ঘটনায় কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশ সূত্রে খবর, গতকাল ক্রাইম কনফারেন্সে CP বলেন, শহরে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। মির্জা গালিব স্ট্রিট ও কসবার ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দেন পুলিশ কমিশনার। যদিও মির্জা গালিব স্ট্রিটে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত ঘটনার ২৪ ঘণ্টা পরেও অধরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: টাকা আসছে হাতে! কারা সাবধান থাকবেন রাস্তাঘাটে? রইল রাশিফল