জয়ন্ত পাল ও হিন্দোল দে, কলকাতা : তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভয় দেখানো, কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ অপর তৃণমূল কাউন্সিলরের! তৃণমূলের (TMC) ২ কাউন্সিলরের মধ্যে ‘লড়াই’য়ে সরগরম দক্ষিণ দমদম পুরসভা এলাকা (South Dumdum Municipality Area)। দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকা দখল করে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেছেন তৃণমূলের অপর কাউন্সিলর। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা। তাঁর অভিযোগ ‘কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকায় ঢুকতেই দিচ্ছে না। কাজ করতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে’। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী কাউন্সিলরকে 'বোনের মতো' বলে জানিয়ে দলের মধ্যে যাবতীয় কথা জানানোর কথা বলেছেন রাজু শেনশর্মা।


ঠিক কী ঘটেছে


দমদমের এমসি গার্ডেন রোডে ভারতী বিদ্যামন্দির স্কুলে এদিন দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গণ্ডগোল, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্কুলের সমস্যা নিয়ে এলাকায় গেলে হুমকি, ধাক্কাধাক্কির অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। যার পরই ভয় দেখানোর, কাজ করতে না দেওয়ার বিস্ফোরক অভিযোগ করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা। তাঁর অনুগামীরা যে ঘটনার পর নাগেরবাজার থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। পুলিশ পরে স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের বয়ান নথিভুক্ত করেন।


পুলিশের কাছেও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার বিরুদ্ধে অভিযোগ জানান ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে দলের মধ্যে তাঁর বক্তব্য রাখার কথাই জানিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর।


চেয়ারপার্সন কী জানাচ্ছেন


দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী জানিয়েছেন, দুই কাউন্সিলরের এই 'লড়াইয়ের' বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। গোটা বিষয়টা খোঁজ-খবর করে দেখছেন তিনি। তবে দুই কাউন্সিলরের মধ্যে কোনও সমস্যা রয়েছে, সেটা কেউই আগে প্রকাশ্যে আনেননি। শুক্রবার পুরসভার তরফে এক মিটিংয়েও এ বিষয়ে কিছু বোঝা যায়নি বলেই দাবি তাঁর। 


আরও পড়ুন- সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে তৃণমূল বিধায়কের আপ্ত-সহায়ক