কলকাতা: চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। চাকরিহারাদের বিকাশভবন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তকে চোর স্লোগানও দেওয়া হয়। পাল্টা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা। বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের মারধর তৃণমূল নেতার অনুগামীদের, উঠল এমনই অভিযোগ।
এদিন বিকাশভবনে গিয়ে চাকরিহারাদের ক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চোর স্লোগানও ওঠে। এরপরই বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের দিকে তেড়ে গেলেন পুর-চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নিরাপত্তরক্ষী ও পুলিশ কোনওরকমে তাঁকে ভিড় ঠেলে বের করে আনলেও গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকহিরারা। অভিযোগ, চাকরিহারা শিক্ষকদের হেলমেট দিয়ে মারধর করে তৃণমূল নেতার অনুগামীরা।
আর এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সব্যসাচী দত্তও। তিনি বলেন, 'ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তো আর আদর করবে না'। হকের চাকরি খুইয়ে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে তৃণমূল নেতা ও পুর চেয়ারম্যান সব্যসাচী দত্তকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, 'রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি সব্যসাচী দত্ত শিক্ষক-শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন। যাদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি এভাবেই চাকরি দিয়েছেন? আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই দেব না। কীভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, রাজ্যের সঙ্গে বুঝে নেব'।
হকের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। আন্দোলনকারী চাকরিহারাদের কথায়, নেতা-মন্ত্রী ধরে ঘুষ দিয়ে চাকরি পাইনি, কেন বার বার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে? প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও।