সত্যজিৎ বৈদ্য, কলকাতা: তেষ্টা মেটাতে এখন আর দোকানে লাইন দেওয়ার ঝামেলা নেই। বরং ফোনের এক ক্লিকে বাড়িতেই পানীয় হাতে পাচ্ছেন সুরাপ্রেমীরা (Home Delivery of Alchohol)। তার সুফল জমা হচ্ছে রাজ্য সরকারের রাজকোষেও। কিন্তু এর বিরুদ্ধে এ বার প্রতিবাদে নামলেন সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া-কমিউনিস্ট( Socialist Unity Centre of India-Communist/ SUCI)-এর যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ইয়ুথ অর্গনাইজেশন (All India Democratic Youth Organisation/AIDYO)। মঙ্গলবার আবগারি দফতরের সামেন বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী-সমর্থকেরা। বাড়ি বাড়ি মদের ডেলিভারি বন্ধ করার দাবি জানান সকলে।
এ দিন পোস্টার, প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে আবগারি দফতরের সামনে হাজির হন বিক্ষোভকারীরা। কোভিডে যখন সব ক্ষেত্র ধুঁকছে, সেই সময় মদ বিক্রি করে রাজ্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব তুলছে বলবে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে বাড়ি বাড়ি মদের ডোলিভারি বন্ধ করতে হবে বলে দাবি জানান। বিক্ষোভকারীরা ধ্বনি তোলেন, ‘মদ বিক্রি করে রাজস্ব আদায় চলবে না,’ ‘দুয়ারে মদ প্রকল্প অবিলম্বে বাতিল করা হোক।’
আবগারি দফতরের সামনে এ দিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। তার জেরে বেশ কিছু ক্ষণ অবরুদ্ধ ছিল বিবি গাঙ্গুলী স্ট্রিট। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নামে সেখানে। বিক্ষোভকারীদের পুলিশের গাড়িতে তোলা হয় এক এক করে। তা নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে।
উল্লেখ্য, করোনা কালেও মদ বিক্রি থেকে রেকর্ড আয় হয়েছিল রাজ্যের। ২০২১-’২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত সেই আয়ের পরিমাণ ছিল প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। বছর শেষে বড়দিন এবং বর্ষবরণেও মদ বিকিয়েছে হু হু করে। ওই সময়ে প্রায় ৬৫০ কোটির বেশি রাজস্ব আদায় করে আবগারি দফতর।
সেই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাড়ি বাড়ি মদ পৌঁছে দিতে বিশেষ পদক্ষেপ করা হয়। সেই মর্মে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন (West Bengal State Beverages Corporation LTD) বা বেভকো (BEVKO) চারটি সংস্থাকে চুক্তি স্বাক্ষরের জন্য বেছে নেয়। এই সংস্থাগুলি হল, দানজো ডিজিটাল প্রাইভেট লিমিটেড, প্লটিনাস অ্যানালিটিকা প্রাইভেট লিমিটেড, নেচারস বাস্কেট লিমিটেড, বাজিমাত ড্রিঙ্কস প্রাইভেট লিমিটেড। আগামী অর্থবর্ষের শুরু থেকেই যৌথ উদ্যোগে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়া শুরু হবে বলে জানা যায়। তা নিয়ে গোড়া থেকেই সরকারকে বিঁধে আসছিলেন বিরোধীরা। এ বার সরাসরি আগবারি দফতরের সামনে বিক্ষোভ দেখা গেল।