কলকাতা: গতকাল ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি। বলাইবাহুল্য গোটা ঘটনায় চাঞল্য ছড়িয়েছে। এবার এই ইস্যুতে পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ।


এদিন ফিরহাদ বলেন, অনেক হয়েছে ! উত্তরপ্রদেশ,বিহার ও আহমেদাবাদের সংষ্কৃতি এখানে ঢুকতে দেওয়া হবে না। বাংলা দুষ্কৃতীদের জায়গা নয়। বাংলা হল সংষ্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে,  যদি খুন হতেন, তাহলে তার পরিবার ও আমাদের দল ক্ষতিগ্রস্থ হত। তাই পুলিশকে বলব Act Now. মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে ? কী করে অস্ত্র ঢুকছে ?  ইন্টিটেলিজেন্স কোথায়? এত বাইরের ক্রিমিনাল আসছে কীকরে ? কোথায় রয়েছে নেটওয়ার্ক ? এদিন প্রশ্ন তোলেন মেয়র। 


কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায়, বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল সুপারি কিলার। হাতে নাতে ধরা পড়ে যায় সে। পরে গ্রেফতার করা হয়, হামলায় জড়িত এক ট্যাক্সি চালককেও। বর্ধমানের গলসিতে অভিযুক্ত মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজারকে ধরে পুলিশ। খাস কলকাতার বুকে তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা। বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল সুপারি কিলার। পরিকল্পনা মাফিক রেকি করে চালানো হয় হামলা। গুলি না চলার পর পালাতে গিয়ে, হাতে নাতে ধরা পড়ে যায় এক হামলাকারী। 


পরে গ্রেফতার করা হয়, হামলায় জড়িত এক ট্যাক্সি চালকেও। বাইকে চেপে হাওড়া হয়ে পালানোর সময়,বর্ধমানের গলসিতে অভিযুক্ত মাস্টারমাইন্ড ইকবাল ওরফে আফরোজ খানকে ধরে পুলিশ। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের রাজডাঙা মেন রোড এলাকায় রাস্তার পাশেই বাড়ি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। ২৫০ মিটার দূরে অ্যাক্রোপলিস মল। দেড় কিলোমিটার দূরেই কসবা থানা। এক দশকেরও বেশি সময় ধরে সুশান্ত ঘোষ ছিলেন, এই ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।বর্তমানে তিনি পাশের ওয়ার্ড ১০৮-এর কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান।


আরও পড়ুন, অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি, অভিষেকের বার্তার পরে এক টেবিলে কাজল


তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, '২ ছিল না, আরও কয়েকজন ছিল। যে আমার গিতিবিধি লক্ষ্য করছিল। যখন আমি একা ছিলাম, আমার সিকিউরিটি যখন এখান থেকে চলে গেল, তারপরই তারা, আর অন্যন্য দিন এখানে প্রায় পাঁচ-সাত জন ছেলে থাকে, কিন্তু গতকাল আমার সঙ্গে কেউ ছিল না। যার জন্য সেটা রেকি করেই এসেছিল এবং এখান থেকে খবর গেছিল বলেই তারা বাইক নিয়ে এসে এই ঘটনাটা ঘটিয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।