সুনীত হালদার, হাওড়া: দুর্গা পুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরী ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। 

Continues below advertisement

প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধুমাত্র হাওড়া নয় হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী  ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। তাদের সুবিধার জন্য এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি রাত আটটার পরিবর্তে রাত ১২ পর্যন্ত লঞ্চ চালানো সিদ্ধান্ত নিয়েছে। যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে বারোটার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট আটটি লঞ্চ চালানো হবে।

উল্লেখ্য, হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৬ দিন এই পরিষেবা পাওয়া যাবে। ওই সংস্থার ডিরেক্টর অজয় দে বলেন শহরতলী ও গ্রামের দর্শনার্থীরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারেন তার জন্যেই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে লঞ্চঘাট গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

Continues below advertisement

পুজোয় কেমন থাকবে আবহাওয়া? 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ষষ্ঠী থেকে দশমী, পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে, পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। মহালয়ার দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ সেপ্টেম্বর অর্থাঅষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। পুজোর মুখেই নিম্নচাপ! পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। ৩০ সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশংকা থাকবে। এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয়নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।