কলকাতা: এবার রেলপথে জুড়ছে কলকাতা (Kolkata) থেকে কাশ্মীর (Kashmir)। চলতি অর্থবর্ষেই শুরু হবে জম্মু থেকে কাশ্মীর রেলপরিষেবা, চেনাব ব্রিজ পরিদর্শনের পর জানিয়েছেন রেলমন্ত্রী। এই ট্র্য়াকে পরিষেবা পুরোপুরি চালু হয়ে গেলে, গোটা দেশের মতোই কাশ্মীরের সঙ্গে রেলপথে যুক্ত হবে কলকাতাও।


রেলপথে জুড়ছে কলকাতা থেকে কাশ্মীর: এখন আর শুধু জম্মু অবধি নয়, ট্রেনে চেপে পৌঁছে যাওয়া যাবে কাশ্মীর পর্যন্ত। গোটা দেশের সঙ্গে রেল পথে যুক্ত হবে উপত্য়কা। চেনাব নদীর ওপর রেললাইন তৈরির কাজ প্রায় শেষ। রেলমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর কিম্বা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই শুরু হবে রেল পরিষেবা। এতদিন, সড়ক পথে, জম্মু বা কাটরা থেকে শ্রীনগর পৌঁছতে সময় লাগত প্রায় ৭ ঘণ্টা। সূত্রের খবর, রেলপথে, তা কমে হবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। শনিবারই, বারামুলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।








কয়েকদিন আগে ট্রায়াল রানও হয়ে গেছে। এই ট্র্য়াকে পরিষেবা পুরোপুরি চালু হয়ে গেলে, গোটা দেশের মতোই কাশ্মীরের সঙ্গে রেলপথে যুক্ত হবে কলকাতাও। এই রেলপথ, ভূস্বর্গের মানুষের ব্য়বসাতেও প্রভাব ফেলবে বলে দাবি। রেলপথে অনেক কম খরচে অন্য়ত্র নিয়ে যাওয়া যাবে ড্রাইফ্রুট্স, আপেল, কাশ্মীরি শাল। আবার প্রয়োজনীয় জিনিস, কম দামে আমদানি করা যাবে ট্রেনে করে। রেলমন্ত্রী জানিয়েছেন, উপত্যকার আবহাওয়া ও ঠান্ডার কথা মাথায় রেখে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথাও ভাবা হচ্ছে।


এদিকে আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। শিয়ালদা (Sealdah)থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে টিকিট। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও কিউ আর কোড পরিষেবা দ্রুত চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, পরীক্ষামূলকভাবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই কিউ আর কোড পরিষেবা চালু হয়েছে। ১৯৮৪-তে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। সেই সময় ছিল প্রিন্টেড টিকিট।  এরপর ৯৬ সাল থেকে ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া টিকিট চালু হয়। ২০১১-য় রাজ্যে পরিবর্তনের বছর থেকে মেট্রোয় শুরু হয় টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিউ আর কোড পরিষেবার পাশাপাশি, টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবাও চালু থাকবে। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত বিভিন্ন স্টেশনের গেটে প্রযুক্তিগত পরিবর্তনের কাজ শেষ হলেই, মাসখানেকের মধ্যে ব্লু লাইনেও কিউ আর কোড টিকিট পরিষেবা চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


আরও পড়ুন: Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব