Viral Video: সোশ্যাল মিডিয়ায় অনেক সময়েই বিশেষ করে গরমকালে আজব কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয়। কোথায় দেখা যায় গ্যাস ছাড়াই রান্না হয়ে যাচ্ছে। এর আগে মোটরসাইকেলের উপর ডিম ভাজার (Omlette) ভিডিও অনেক ভাইরাল হয়েছে। এবারও তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে বাইকের ইঞ্জিনের উপরে অমলেট ভাজা হচ্ছে। এই বাইক আবার যে সে মডেল নয়, ডুকাটি বাইক। যেমন দেখতে তেমন দাম এই বাইকের। রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ডিজাইনেও একদম ঝাঁ-চকচকে এই ডুকাটি বাইক। তবে এবার সেই নজরকাড়া বাইকের উপরেই ভাজা হয়েছে ডিমের অমলেট।


ইউটিউবে ভাইরাল হয়েছে এই ভিডিও, একঝলকে দেখে নিন



ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুই পাঞ্জাবি যুবক ডুকাটি বাইকের ইঞ্জিনের উপর অমলেট ভেজেছেন। প্রথমে ইঞ্জিন গরম করে নেওয়া হয়েছে। তারপর সেখানে একটি ফয়েল রাখা হয়েছে। তা মধ্যে ভেঙে দেওয়া হয়েছে ডিম। এরপর গ্যাসের আঁচ বাড়ানোর মতো ইঞ্জিন কিছুটা গরম করে নেওয়া হয়েছে আবার। এর ফলে একদম চোখের নিমেষে তৈরি হয়ে গিয়েছে ডিমের অমলেট। এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। ডুকাটি বাইকের উপর এভাবে অমলেট ভেজে নেওয়ার কায়দা দেখে অবাক হয়েছেন সকলেই।


ফিউশন ফুড


আজকাল সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হল ফিউশন ফুড। বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আইসক্রিম রোল তৈরি হচ্ছে চা এবং চকোলেট সস দিয়ে। এর আগে আইসক্রিম নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। আইসক্রিম রোল তৈরির এই ভিডিও দেখেও বিরক্ত হয়েছেন নেটিজেনরা। চা এবং আইসক্রিম যে কোনওভাবেই একসঙ্গে খাপ খায় না, সেটাই বলেছেন নেটিজেনদের সকলে।


ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে এক ব্যক্তি আইসক্রিম রোল বানানোর প্লেটে ঢেলে দিলেন এককাপ দুধ-চা। তারপর তার মধ্যে একে একে মেশানো হল দুধ এবং চকোলেট সস। এবার যে পদ্ধতিতে আইসক্রিম রোল তৈরি করা হয় সেই পদ্ধতিতেই বানিয়ে নেওয়া হল আইসক্রিম রোল। সবশেষে চকোলেট সস এবং চকোলেট চিপ দিয়ে পরিবেশন করা হয়েছে ওই আইসক্রিম রোল। এমন চা মেশানো আইসক্রিম রোল মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। আর বেজায় চটেছেন আইসক্রিম প্রেমীরা। 


আরও পড়ুন- কুমিরকে নিজের হাতে স্যান্ডউইচ খাওয়ালেন ফ্লরিডার দম্পতি, ভাইরাল ভিডিও