কলকাতা : এবার থেকে বিনা হেলমেটে বাইক নিয়ে রাস্তায় বেরোলে লাইসেন্স বাতিল। ১০০০ টাকা জরিমানা তো থাকছেই। শুক্রবারই নির্দেশ পৌঁছে গেছে সব ট্রাফিক গার্ডের কাছে। শনিবার থেকেই কড়া ভাবে পথে নেমেছে লালবাজারের ট্রাফিক বিভাগ। মানার পাশাপাশি তিন মাসের জন্য বাতিল করা হবে লাইসেন্স । পরিবহণ দফতরের নতুন নির্দেশিকায় উল্লেখ।
শুক্রবারই নির্দেশ পৌঁছে গেছে সব ট্রাফিক গার্ডের কাছে। শনিবার থেকেই কড়া ভাবে পথে নেমেছে লালবাজারের ট্রাফিক বিভাগ। শুরু হয়ে গেছে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া। ট্রাফিক বিধি ভঙ্গে, পরিবহণ দফতর জরিমানার অঙ্ক বাড়ানোর পরেই পথে নেমে আগেই কড়া নির্দেশ দিয়েছিল পুলিশ। গত মাসের এক নির্দেশিকায় বলা হয়েছিল,
- বিনা হেলমেটে ধরা পড়লে আর ১০০ টাকা ফাইন দিয়ে পার পাওয়া যাবে না। দিতে হচ্ছে ১ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে ১০ গুণ বেশি।
- বেপরোয়া ভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা।
- রাস্তায় গাড়ি নিয়ে রেষারেষি করলে প্রথমবার ৫ হাজার টাকা ফাইন। দ্বিতীয়বার একই অপরাধ করলে গুণতে হবে ১০ হাজার টাকা।
- ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু চালকের সঙ্গে নেই, এমন ক্ষেত্রে প্রথমবার ফাইন দিতে হবে ৫০০টাকা। একই ভুলে দ্বিতীয়বার দেড় হাজার টাকা জরিমানা।
জানা গিয়েছে, এই জরিমানা বলবৎ হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকেই। সূত্রের খবর, নতুন নিয়ম জারি হতেই বিধি ভঙ্গের অভিযোগে প্রচুর পরিমাণে জরিমানা আদায় হয়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, একইসঙ্গে বকেয়া জরিমানা আদায়ের উপরেও জোর দিয়েছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন :
সরস্বতী পুজোয় তুঙ্গে বাজারদর, গোটাসিদ্ধর বাজার করতে হাতে ছ্যাঁকা