সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দোল দে, কলকাতা: শহরে ফের বেপরোয়া গতির ঘটনা(Kolkata Accident)। যার জেরে জোড়া দুর্ঘটনা ঘটল। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। অন্যদিকে, টালিগঞ্জ রেলব্রিজের কাছে মৃত্যু হল স্কুটার চালকের।                     

  


দুর্ঘটনায় মৃত্যু: কলকাতায় ফের বেপরোয়া গতির দৌরাত্ম্য। মৃত্যু হল স্কুটার চালকের। গতকাল রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ রেলব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কালীঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার মাঝে রাখা গার্ডরেলে ধাক্কা মারে স্কুটারটি। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে কৃষ্ণেন্দু দাসকে (৩০) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তি এম আর বাঙুর হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তিনি মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।  


রাস্তা পেরোেত গিয়ে আহত: পাটুলিতেও বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। বুধবার সকাল নটা নাগাদ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে রাস্তা পারাপারের সময় মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। রাস্তার ধারে ছিটকে পড়ে মহিলার মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বাইক চালককে আটক করেছে পাটুলি থানা। সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।                 


গত শনিবার সল্টলেকে ফের পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। বাইক থেকে পড়ে লরির চাকায় পিষে মৃত্যু হয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীর। মৃতের নাম আশিস পাল। গত ৩ অগাস্ট সল্টলেক চার নম্বর জলের ট্যাঙ্ক থেকে বাইকে চড়ে যাওয়ার সময়, গর্ত বাঁচাতে গিয়ে পড়ে যান ওই বাইক আরোহী। পিছন থেকে আসা লরির চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। লরি চালককে আটক করেছে বিধাননগর উত্তর থানার  পুলিশ।                                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Shantiniketan News: গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনার আয়োজন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ২২ শ্রাবণ পালন বিশ্বভারতীতে