পার্থপ্রতিম ঘোষ এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ভোরবেলা উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা, ২ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। 

জানা গিয়েছে, ভোর সাড়ে ৫টা নাগাদ EM বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন চার যুবক। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কিছুদিন আগে হেলমেট ছাড়া পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটিগামী র‍্যাম্প দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন বাইক চালক। বাইকের চাকা পিছলে যাওয়ায় তিনি ছিটকে পড়েন। দেহের প্রায় ২০০ মিটার দূরে ছিটকে যায় বাইক। 

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই যুবক কাঁধের মধ্যে মোবাইল ফোন রেখে কথা বলতে বলতে ঝড়ের গতিতে বাইক চালাচ্ছিলেন। চাকা পিছলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়।

তিলজলার বাসিন্দা মহম্মদ শোয়েব ও তাঁর ভাই ১৭ বছরের মহম্মদ সোহেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ২ তরুণ বেনিয়াপুকুরের বাসিন্দা। হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালানো থেকে শুরু করে এক বাইকে ৪ জন, শহরে যান-শাসন নিয়ে উঠছে প্রশ্ন। 

হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। গতকাল গভীর রাতে আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।