অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কুয়াশার চাদরে মোড়া সকাল। আজ দেখা মেলেনি সূর্যের। ব্যাহত হয়েছে কলকাতার বিমান পরিষেবা। সকালে দৃশ্যমানতা নেমে গিয়েছে ৫০ মিটারে। তাপমাত্রায় কিন্তু শীতের ছিটোফোঁটাও আজ অবশিষ্ট নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ। বেলা বাড়লে আংশিক পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমই। যদিও আবহাওয়া দফতর আগে সোমবার রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছিল।
কুয়াশার প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। সকালে বেশ কয়েকটি বিমান দেরিতে ছেড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকলেও দিনের শুরুতে কুয়াশার প্রভাব থাকবেই। সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকতে পারে ২৮ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) নেমে যেতে পারে ১৮-র নিচেও।
সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ( Maximum RH ): ৯৮ %
সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ( Minimum RH) : ৬৭ %
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।
http://imdkolkata.gov.in/ সূত্র অনুসারে ,
Day | সর্বনিম্ন তাপমাত্রা |
সর্বোচ্চ তাপমাত্রা |
কেমন আবহাওয়া |
---|---|---|---|
21-Feb | ১৭.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ, দিনের শুরুতে কুয়াশা, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা |
22-Feb | ১৭.0 | ২৮.0 | মেঘলা আকাশ |
23-Feb | ১৯.0 | ২৯.0 | মূলতঃ পরিস্কার আকাশ |
24-Feb | ২০.0 | ৩০.0 | মূলতঃ পরিস্কার আকাশ |