সঞ্চয়ন মিত্র, কলকাতা :  মঙ্গলবার রাত থেকেই মহানগরের আকাশে মেঘের গর্জন। সঙ্গে ঝড়-বৃষ্টি, দুর্যোগের আভাস। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ বুধবার।  দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া  শুক্রবার পর্যন্ত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বুধবার জেলায় জেলায় ।


দক্ষিণবঙ্গের আবহাওয়া 
আজ, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনভর। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

আবহাওয়ার পরিবর্তন কবে ?
কাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।  দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবারও।

উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও । বুধবার থেকেই হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


কলকাতার তাপমাত্রা 
রাতের বৃষ্টিতে কলকাতায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি সেলসিয়াস। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১১.৯ মিলিমিটার।                        


আরও পড়ুন : 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ