কলকাতা: এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবারে হাওয়া বদল, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

Continues below advertisement

 

দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। 

Continues below advertisement

 

কী কারণে আচমকা শেষ হচ্ছে শীতের আমেজ? নেপথ্যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা গতকাল ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৯শে জানুয়ারি সোমবার। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

 

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আবহবিদরা বলছেন, আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সারা রাজ্যেই। কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে বিভিন্ন জেলাতে। শনিবার ও রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে থাকবে ঘন কুয়াশা। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

 

তবে শুক্রবার আরও কমল তাপমাত্রা। আগামী দুই তিনদিন শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। 

 

রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ।

 

উত্তরবঙ্গে আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে সব জেলাতেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। ঘন কুয়াশার সতর্কতা শনি ও রবিবার। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। 

 

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

 

কলকাতায় এখনও পর্যন্ত অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও জমিয়ে শীত রয়েছে। সামান্য কমল কলকাতার তাপমাত্রা। আজ ১২ ডিগ্রির ঘরে পারদ। আগামী ২ দিনে আবহাওয়ার পরিবর্তন নেই। রবিবার থেকে হাওয়া বদল! সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।

 

সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। কাল থেকে বাড়বে কুয়াশা। শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

 

শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে রাজধানী দিল্লি, পঞ্জাব, চন্ডীগড় ও হরিয়ানায়। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ওড়িশা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে। শীতল দিনের পরিস্থিতি রাজধানী দিল্লি, হরিয়ানা, চন্ডীগড় ও পঞ্জাবে। গ্রাউন্ড ফ্রস্ট থাকবে উত্তরাখন্ডে।