আবির দত্ত, কলকাতা: গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল যুবক। বাগবাজার লক গেটের কাছে দুর্ঘটনা। টালার বাসিন্দা নিখোঁজ শেখ সইয়াদ মহেন্দ্র চন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার বন্ধুদের নিয়ে বাগবাজার লক গেটে যায় শেখ সইয়াদ। সেলফি তোলার সময় গঙ্গায় তলিয়ে যায় যুবক। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নর্থ পোর্ট থানার তল্লাশি অভিযান জারি। বন্ধুদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ নিখোঁজ ছাত্রের পরিবারের। 


পরিবার সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার কলেজ থেকে বাড়ি ফেরার পর বন্ধুদেরকে সঙ্গে করে বাগবাজার লক কেটে যায় শেখ সৈয়দ। সেইখানে সেলফি তোলার সময় গঙ্গায় পড়ে যায় শেখ সৈয়দ। ঘটনার পরই নর্থপোট থানায় খবর যায় পাশাপাশি পরিবারের তরফ থেকেও থানাতে জেনারেল ডাইরি করা হয়। যেই জায়গায় সেলফি তুলতে গিয়ে পড়ে গেছিল এই পড়ুয়া সেই জায়গায় বিপর্যয় মোকাবিলা দলের তরফ থেকে তল্লাশি অভিযান ও চালানো হয়েছিল। ৪২ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত ওই কোন খোঁজ পাওয়া যায়নি।


জমি বিবাদ মহিষাদলে


জমি-বিবাদের জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রঙ্গিবসান গ্রামে দুটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠল গ্রামের পল্লি কমিটির মাতব্বরদের বিরুদ্ধে। ওই দুটি পরিবারের সঙ্গে সামাজিক যোগাযোগ রাখলে, আর্থিক জরিমানার ফরমান জারি করে গ্রামে পোস্টারও লাগানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, পল্লি কমিটির মাতব্বররা তৃণমূলের। অভিযোগকারীরা বিজেপি করায়, তাঁদের একঘরে করে রাখা হয়েছে। এমনকি, পোস্টার লাগিয়ে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, গ্রামে শীতলা পুজোর ভোগ, প্রসাদও ওই দুটি পরিবারকে দেওয়া যাবে না, কেউ সামাজিক যোগাযোগ রাখলে, অর্থদণ্ড হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পল্লি কমিটি। অভিযোগ অস্বীকার করেছেন পল্লি কমিটির সদস্য তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য। সুরাহা পেতে মহিষাদল থানার দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী দুই পরিবার।


কী রয়েছে পোস্টারে?
পোস্টারে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, গ্রামে শীতলা পুজোর ভোগ, প্রসাদও ওই দুই পরিবারকে দেওয়া যাবে না, কেউ সামাজিক যোগাযোগ রাখলে, তাঁকে আর্থিক জরিমানাও করা হবে। পোস্টারের নীচে রয়েছে গ্রাম পল্লি কমিটির নাম।


অভিযোগকারী স্বরূপ ঘোড়ুইয়ের দাবি,  তাঁদের চাষের জমি জোর জবরদস্তি জবর দখল করে নেয় পল্লি কমিটি। তিনি বলেন, 'আমি বিজেপি করি। পল্লিবাসী জোর করে জমি জবরদখল করে রেখেছিল। সেটা নিয়ে থানা পুলিশ করেছিলাম। প্রশাসনিক হেল্প পেয়েছিলাম। তাই চাষযোগ্য় জমিতে চাষ করতে দেয় না। জরিমানা করেছিল ১ লক্ষ টাকা। আমার অপরাধ নিজেও জানি না।'