কলকাতা : ফেনজাল আছড়ে পড়েছে। ৩ দিন ধরে প্রকৃতি তাণ্ডব করেছে দক্ষিণের রাজ্যগুলিতে। এখন ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে অবস্থান করছে কেরল উপকূল পেরিয়ে কর্নাটক উপকূলের কাছাকাছি । আরব সাগরের ওপর নিম্নচাপের অবস্থান। অন্যদিকে , পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এরপর আসতে আসতে নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই আগামী চার-পাঁচ দিনে। মূলত পরিষ্কার আকাশ থাকবে বঙ্গের বিভিন্ন জেলায় । উপকূল-সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তিন থেকে পাঁচ জেলায় মাঝারি কুয়াশা তৈরি হবে। অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আর তার জন্যই তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের উপরেই । মঙ্গলবার কুয়াশা বেশি ছিল পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। বুধবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী কুয়াশার চাদরে ঢাকা দার্জিলিংও।
আবহাওয়া দফতরের আশঙ্কা, সপ্তাহের শেষে পারদ পতন হতে পারে। জমিয়ে শীতের আমেজ ফিরবে তখনই। তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে শনি - রবিবার । ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা । আগামী দুদিন মঙ্গলবার ও বুধবার দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলাতে। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ।
উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে নতুন করে তাপমাত্রা নামতে পারে। আবহাওয়া দফতরের ধারণা, চলতি সপ্তাহে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে।
আরও পড়ুন :
অভীক দে-কে কাউন্সিলে ফেরানো নিয়ে পথে বসলেন চিকিৎসকরা, ফের প্রশ্ন তুললেন ডা. দেবাশিস হালদার