সনৎ ঝা, জলপাইগুড়ি: কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চলন্ত ট্রেনে যাওয়ার সময়ে ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত কলকাতার এক যুবক। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। নার্সিংহোম কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা দেখে তাঁকে ভেন্টিলেশনে রেখেছে।
অন্যদিকে, ২ নম্বর জাতীয় সড়ক এ দুর্ঘটনায় আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (Durgapur) গাঁধী মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। জানা গেছে আসানসোলগামী (Asansole) সার্ভিস রোডে একটি ইট বোঝাই ট্রাক্টরের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাক্টরের থাকা ইটবোঝাই ট্রেলার রাস্তার উপরে উল্টে যায়। ট্রাক্টরের চালক ও খালাসি প্রাণে বেঁচে গেলেও তাঁরা অল্পবিস্তর আহত হন।
গুরুতর আহত হয় লরি চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত লরি চালক ও ট্রাক্টর এর চালক ও খালাসী কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী সার্ভিস রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি এবং ট্রাক্টরটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।