সৌমিত্র কুমার রায় ও রঞ্জিত সাউ, কলকাতা : বিকেলে সহকর্মীদের সঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখতে। সেখান থেকে অফিসে ফিরে এসে ১৩ তলা থেকে মরণঝাঁপ ! অবসাদ থেকে আত্মহত্যা, নাকি দুর্ঘটনা নাকি অন্য কিছু ? তৈরি হয়েছে রহস্য। তদন্তে নেমেছে পুলিশ। যদিও মৃত্যুর কারণ, যাই হোক, অকালে চলে গেল এক তরতাজা প্রাণ। সেক্টর ৫-এ কর্মরত বছর তেইশের তরুণীর অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death)।


প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝাঁপ দিয়ে আত্মহত্যা। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু খতিয়ে দেখতে অফিস ও সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage) খতিয়ে দেখছে পুলিশ (Police)। শুরু হয়েছে অফিসের সহকর্মী ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ। অফিসের সহকর্মীদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণী। পুলিশেরও প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই তরুণী।


সন্ধের কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু


ঘটনাটি ঘটেছে রাত ৮ টা নাগাদ। সেক্টর ফাইভের সৃজন ইলেকট্রনিক্স কমপ্লেক্সের বাইরের দৃশ্যে আঁতকে ওঠেন সকলে। জোরাল একটা আওয়াজ পেয়ে ছুটে গিয়ে প্রত্যক্ষদর্শীরা দেখেন মাটিয়ে লুটিয়ে পড়েছেন এক তরুণী। তাঁকে তড়িগড়ি নিয়ে ছোটা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। যেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বছরের তেইশের ঐশ্বর্য শর্মাকে। 


প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সৃজন ইলেকট্রনিক্স কমপ্লেক্সের ১৩ তলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, ওই বিল্ডিংয়েরই তিনতলায় এক আইটি সংস্থায় কাজ করতেন ওই তরুণী। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। যেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, মৃত তরুণীর সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন ওই তরুণী। তাঁর আচরণে লক্ষ্য করা গিয়েছিল অস্বাভাবিকতাও। যে ঘটনা সম্পর্কে তরুণীর পরিবারকেও জানিয়েছিলেন তাঁর সহকর্মীরা। 


সিনেমা দেখে এসে মরণঝাঁপ


অফিসে যাওয়ার পর শুক্রবারই মৃত তরুণীর সহকর্মীরা ঠিক করেছিলেন কাজের পর সবাই যাবেন সিনেমা দেখতে। বিকেলের দিকে সবাই সিনেমাও দেখতে যান। কিন্তু সেখান থেকে অফিসে ফেরার পর তরুণীর আচরণে প্রবল অস্বাভাবিকতা লক্ষ্য করেন তাঁর সহকর্মীরা। যারপর তড়িঘড়ি জানান হয়েছিল তাঁর পরিবারকেও। যদিও শেষরক্ষা হল না। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর আত্মহত্যার ঘটনাই মনে করলেও ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অফিস ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ। 


আরও পড়ুন- স্বাস্থ্য সাথীর জন্য আবেদনের তথ্য হাতিয়ে ভুয়ো অ্যাকাউন্ট, ঘুরপথে অনুব্রত-র কাছে টাকা! বিস্ফোরক দাবি CBI-র