কলকাতা: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্ব তৃণমূলের (TMC) জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর রাজ্যের তিন পুরসভার (Municipalities) মেয়রের (Mayor) নাম ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। সদ্যই রাজ্যের চার পুরসভায় বিপুল ভোটে জিতেছে তৃণমূল। ভোটের ফল ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। এদিন ফিরহাদ জানিয়েছেন, বিধাননগরের মেয়র (Bidhannagar Mayor) হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty), ডেপুটি মেয়র হচ্ছেন অনিতা মণ্ডল, চেয়ারম্যান হচ্ছেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।
ফিরহাদ জানিয়েছেন, চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র হচ্ছেন ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক।
দলের ঘোষণার পর কৃষ্ণা চক্রবর্তী বলেছেন, দিদিকে ধন্যবাদ তিনি আমার ওপর আস্থা রেখেছেন।
২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন আগে অবধি বিধাননগরের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। তখন চেয়ারপার্সন ছিলেন কৃষ্ণা চক্রবর্তী।
সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন আগে মেয়র পদ থেকে সরে দাঁড়ান। তখন মেয়র পদে বসানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ কয়েক দশকের সঙ্গী কৃষ্ণা চক্রবর্তীকে। সেই আস্থাভাজন কৃষ্ণা চক্রবর্তীর কাঁধেই বিধাননগরের মেয়রের দায়িত্ব তুলে দিলেন তৃণমূল নেত্রী।
এবার বিধানসভা ভোটের পর সব্যসাচী তৃণমূলে ফিরে এলেও মেয়র পদ ফিরে পেলেন না তিনি। বিধাননগর পুরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে সেই পুরনো অনুগামী কৃষ্ণাকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের ফল ঘোষণার দিনই এবিপি আনন্দে স্মৃতিচারণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কৃষ্ণা আমার চিরকালের সহসঙ্গী..এদের প্রত্যেককে আমি ভাল চিনি, আজকে নয় যখন যাদবপুরের এমপি হয়েছিলাম ৮৪ সালে, তখন তো কৃষ্ণা আমার সঙ্গে গেছিল, কৃষ্ণা আমার সঙ্গে ৫ বছর ছিল, আমরা দুজনে রান্না করতাম এবং কৃষ্ণা প্রেম করে যে বিয়ে করেছে বুয়াকে, সেটা আমার বাড়ি থেকে...
বিধাননগর পুরভোটে বিশাল ভোটে জয়ী হওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন সব্যসাচী দত্ত...ভিক্টরি সাইন দেখিয়েছিলেন। এদিকে কৃষ্ণা চক্রবর্তী জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন।
অবশেষে কৃষ্ণা হলেন মেয়র....চেয়ারপার্সন হয়েই সন্তুষ্ট থাকতে হল সব্যসাচীকে। তিনি বলেছেন, চেয়ারপার্সন পদটাও বড় পদ। দল যা দেবে, তাই করব। কাজ করতে কোনও অসুবিধা হবে না।