সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: ২০ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর, রায়গঞ্জের (Raiganj) বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে (Krishna Kalyani) নিয়ে কল্যাণী গ্রুপের অফিসে (Kalyani Group Office) হানা দিলেন আয়কর দফতরের অফিসাররা (Income Tax Officers)। আজ ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জের সুদর্শনপুরে কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিসে। সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়কের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ি থেকে রওনা দেওয়ার আগে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন কৃষ্ণ কল্যাণী। 


এদিকে ২৮ ঘণ্টা পার। রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক অংশীদার, তৃণমূল নেতা হেমন্ত শর্মার মালদার (Malda) ইংরেজবাজারের (Englishbazar) বাড়িতে এখনও চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান। সূত্রের খবর, হেমন্ত শর্মার একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন আয়কর অফিসাররা। গতকাল সকাল ৮টা নাগাদ কৃষ্ণ কল্যাণীর (Krihna Kalyani) বিজনেস পার্টনার হেমন্ত শর্মার বাড়ি ও অফিসে আয়কর হানা শুরু হয়। রাতে হেমন্তের বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। 


রায়গঞ্জ থেকে মালদা। গঙ্গারামপুর থেকে কলকাতা। আয়কর দফতরের স্ক্যানারে কৃষ্ণ কল্যাণী। বিধায়কের বাড়ি, একাধিক অফিস, মিডিয়া হাউজ, রেস্তোরাঁ, শপিং মল, মোটর বাইকের শোরুমে তল্লাশি অভিযান চলছে। নজরে কৃষ্ণ কল্য়াণীর বিজনেস পার্টনার, মালদার তৃণমূল নেতা হেমন্ত শর্মাও। একুশের বিধানসভা ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। দলবদলের পর তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে গেরুয়া শিবির। ২০ হাজার ৭৪৮ ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন। কয়েক মাসের মধ্য়েই দলবদল করেন কৃষ্ণ কল্যাণী। ২৭ অগস্ট, ২০২১- বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। ৪ জুলাই, ২০২২, মুকুল রায়ের জায়গায় বিধানসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।


একে একে বেকায়দায় তৃণমূলের ৩ কেষ্ট! তিহাড় জেলে কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল জেলে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও! আর এবার তৃণমূলের আরেক কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ কল্য়াণীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি ইনকাম ট্য়াক্স! বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকুমার কল্য়াণীর বাড়ি, অফিস, ফ্য়াক্টরি, ঘনিষ্ঠ ব্য়বসায়ীদের অফিস, বিজনেস পার্টনারের বাড়ি প্রায় ২০টি জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর! উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর। মালদা থেকে কলকাতা। সব মিলিয়ে গতকাল ৪ জায়গায় চলল আয়কর অভিযান। বুধবার সকাল ৮টা রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডে, বিধায়কের এই প্রাসাদোপম বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। সূত্রের খবর, প্রথমেই জমা নিয়ে নেওয়া হয়, কৃষ্ণর মোবাইল ফোন। 


আরও পড়ুন: Cooch Behar News : ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে কোচবিহারে চিঠি সংগ্রহের কাজ শুরু তৃণমূলের