শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে কোচবিহারের (Cooch Behar) ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করল তৃণমূল (TMC)। ৮ এপ্রিল একশো দিনের বকেয়া টাকা আদায়ে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। আগে হিসেব দিন, পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও (BJP)।


কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, যখন কলকাতায় ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের। তখন একশো দিনের বকেয়া টাকা আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে কেন্দ্রকে ১ কোটি চিঠি পাঠানোর কর্মসূচি শুরু হল কোচবিহারে। তৃণমূলের অভিযোগ, গত ২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। উপভোক্তাদেরও দাবি, কেউ টাকা পাচ্ছেন না, তো কেউ কাজ পাচ্ছেন না ! এই পরিস্থিতিতে, কোচবিহারের ১২৮টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ১০০ দিনের কাজের উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূল। চিঠি লেখার জন্য বিভিন্ন এলাকায় ক্য়াম্প করা হয়েছে।


গত ৮ এপ্রিল একশো দিনের বকেয়া টাকা আদায়ে আলিপুরদুয়ারের সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের টাকা আদায়ে দিল্লি স্তব্ধ করার হুঙ্কার ছাড়েন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান এবং তাঁদের দিয়ে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে চিঠি লেখান। ১ মাস পর, ৫০ হাজার লোক নিয়ে, ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব। ক্ষমতা থাকলে আটকাক'।


কোচবিহারের ১ নম্বর ব্লকের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, '১২ লক্ষ উপভোক্তা আছে। ১৫ তারিখের মধ্যে পাঠাব'। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, 'কোচবিহারে ২ লক্ষ ভুয়ো জবকার্ড আছে। গরিব যারা কাজ করে, তাদের টাকা তো তৃণমূল নেতারাই খেয়ে নিয়েছে। কেন্দ্র টাকা দিতে রাজি আছে। আগে হিসেব দিন।'


আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়


এই রাজনৈতিক চাপানউতোরের মাঝে পড়ে শেষপর্যন্ত কি ১০০ দিনের টাকা পাবেন জবকার্ড হোল্ডাররা?  নাকি, পঞ্চায়েত নির্বাচনের আগে এ নিয়ে রাজনীতিই চলবে ? প্রশ্ন উঠছে। 


আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস