প্রদ্যোৎ সরকার ও পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণনগর: গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। গত সপ্তাহেই মূল অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ সিংহকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন তাঁর মামা কুলদীপ সিংহও। এবার ছেলের পর এবার গ্রেফতার তাঁর বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহ।
পুলিশ সূত্রে খবর, ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই ২৫ অগাস্ট খুন করেছিল দেশরাজ। কয়েক মাস আগে থেকেই খুনের পরিকল্পনা করা হচ্ছিল। কোন পথে গেলে সিসি ক্যামেরা এড়ানো যাবে, তার জন্য রীতিমতো রেকি করেছিল দেশরাজ। হোয়াটসঅ্যাপে ইঙ্গিতপূর্ণ সেস্টাসে অস্ত্রের ছবি দিয়েও লিখেছিল 'Very Soon'। তারপরেই বাড়িতে ঢুকে খুন। শুধু ঈশিতা নয়, তাঁর গোটা পরিবারকেই শেষ করে দেওয়ার ছক কষা হয়েছিল। গুলি শেষ হওয়ায় তা হয়নি। ঘটনার দিন সিসি ক্যামেরা এড়াতে পারলেও দেশরাজের ছবি ধরা পড়ে যায় স্থানীয় একজনের মোবাইল ফোনের ক্যামেরায়।
এই ঘটনার পর পুলিশ সূত্রে খবর, প্রথমে নৈহাটি যায় অভিযুক্ত, সেখান থেকে হাওড়া। তারপর ট্রেনে চেপে সোজা উত্তরপ্রদেশের অযোধ্যায় চলে যায়।উত্তরপ্রদেশ ও নেপাল বর্ডারের কাছে একটি জায়গা থেকে দেশরাজ সিংহকে গ্রেফতার করে পুলিশ। ঈশিতা মল্লিককে খুন করে পালিয়ে এসেছে জেনেও তাকে আশ্রয় দিয়ে এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিলেন মামা, প্রাক্তন সেনা কর্মী কুলদীপ সিংহ। কুলদীপকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাকি সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে অবশেষে দেশরাজকে গ্রেফতার করা হয়েছিল।
এবার গুলি করে ছাত্রীকে খুনে দেশরাজ সিংহের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহকেও গ্রেফতার করল পুলিশের। রাজস্থানের জয়সলমেঢ় থেকে গ্রেফতার রাঘবেন্দ্র প্রতাপ সিংহ। ট্রানজিট রিমান্ডে কাল তাঁকে কৃষ্ণনগরে আনা হবে। খুনের কথা জেনেও দেশরাজকে পালাতে সাহায্য করার অভিযোগে তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। রাজস্থানের বিএসএফ ক্যাম্পে কর্মরত রাঘবেন্দ্র প্রতাপ। প্রাথমিকভাবে তাঁকে সেখানেই হাউস অ্যারেস্ট করা হয়েছিল। এবার ট্রানজিড রিমান্ডে নেওয়া হল তাঁকে।
কী কারণে খুন? পুলিশের তরফে জানানো হয়, '৬-৭ মাস আগে ওঁদের ব্রেক আপ হয়েছিল। অভিযুক্ত এই প্রত্যাখ্যানকেই মেনে নিতে পারেনি। ছয়, সাত মাস ধরে ওঁ খুনের পরিকল্পনা করেছিলেন। ওঁর অনেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, যেখানে ওঁ বাড়ির বাকি লোককেও হুমকি দেয়, নিজে সুইসাইড করবে বলেও ভয় দেখায়।'