ঋত্বিক প্রধান, সৌভিক মজুমদার, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) কটাক্ষ করে, ফুল ও গেট ওয়েল সুন লেখা গ্রিটিংস কার্ড নিয়ে সোমবার কাঁথিতে তাঁর বাড়ির কাছে পৌঁছে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পুলিশ আটকে দেওয়ায় ‘শান্তিকুঞ্জ’ অবধি পৌঁছতে পারেননি তাঁরা।
কিন্তু, তা নিয়েও এবার CBI তদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করেছেন তিনি। একই সঙ্গে ১৮ জন TMCP সদস্যের বিরুদ্ধে, কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।
রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhichek Banerjee ) তাজ বেঙ্গলের অনুষ্ঠানকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা হিসাবে বিরোধী দলনেতাকে ফুল, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল ঘোষ ( Kunal Ghosh )। সোমবার কাঁথিতে তাঁর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েত।
'ক্রমশ অবণতি হচ্ছে, মানসিক রোগ বাড়ছে' কুণালের কটাক্ষ
এরপরই শুভেন্দু অধিকারী সোমবার কাঁথিতে তাঁর বাড়ির কাছে পৌঁছে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারপরই তা নিয়ে CBI তদন্ত চাইলেন বিরোধী দলনেতা । এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'খুবই চিন্তার কথা, ভেবেছিলাম ফুল-কার্ড ও অভিষেকের ছবি পেলে মানসিক অবস্থার উন্নতি হবে। কিন্তু ক্রমশ অবণতি হচ্ছে, মানসিক রোগ বাড়ছে। আদালত যদি মনে করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় তো দেবেন। নন্দীগ্রামে আদি বিজেপির ধস নামছে, পূর্ব মেদিনীপুরে ওকে কেউ সহ্য করতে পারে না। তাই মানসিকভাবে দুর্বল হয়ে কোর্টে গেছেন।'
শুভেন্দুর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' বারবার এই ধরনের ঘটনা ঘটছে, যে বিরোধী দলনেতার কনভয়ে হামলা হচ্ছে, কখনও দেখছি তাঁর বাড়ির সামনে গিয়ে হুজ্জতি হচ্ছে, এটা নোংরা রাজনীতি, অশালীন রাজনীতি হচ্ছে।'
কী অভিসন্ধি নিয়ে জমায়েত করা হয়েছিল? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। যেহেতু তাঁর নিরাপত্তার দায়িত্বে CRPF থাকে, তাই তাদেরও মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। বুধবার এই মামলার শুনানি হতে পারে।