কলকাতা : একজন বাঘ আর আরেকজন বাঘ ছাল পরা বিড়াল। সোমবার এইভাবেই শুভেন্দু আর অভিষেকের তুলনা টানলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সপ্তাহের প্রথমদিন ইডির দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিআইডির তলবে হাজিরা দেননি শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই সোমবার ট্যুইটে ক্ষুরধার আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ' একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে। বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।'
সোমবারই এই মামলায় বিরোধী দলনেতাকে ভবানীভবনে তলব করেছিল সিআইডি। যদিও শুভেন্দু অধিকারী হাজিরা দেননি। সূত্রের খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ একটি ইমেল মারফৎ শুভেন্দু অধিকারী সিআইডি-কে জানান, কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার শুনানির পাশাপাশি দিনভর রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি ভবানী ভবনে যেতে পারছেন না। কয়েক ঘণ্টা পরেই নিরাপত্তারক্ষী খুনের অভিযোগের মামলার তদন্তে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের অভিযোগ-সহ ৩টি মামলার তদন্তে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ দেয় , কোনও মামলাতেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। এমনকি, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনও মামলা হলে, আদালতের নির্দেশ ছাড়া কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই প্রসঙ্গে আবার কুণাল ঘোষের ট্যুইট, ' শুভেন্দুর রক্ষাকবচ? ভুল প্রচার। ও তদন্ত এড়াতে গিয়েছিল। হাইকোর্ট বলেছে জেরায় বসতে হবে। গ্রেপ্তার করা যাবে না বলে নাটক হাস্যকর। প্রথমেই গ্রেপ্তার আসছে কোথা থেকে? তদন্তে গুরুতর কিছু পেলে কোর্ট দেখবেন কী করা যায়। আপাতত ওকে জেরায় আসতে হবে। এড়াতে পারল না। এটা জয়?'
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ইডির দফতরে হাজিরা দেন। ' যা করার করে নিন। তৃণমূল ঝুঁকবে না।' .. কয়লাকাণ্ডে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লির ED দফতর থেকে বেরিয়ে হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, বিনয় মিশ্রের সঙ্গে তাঁর কী কোনও সম্পর্ক ছিল? কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-কে তিনি চেনেন কিনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী বিদেশেও পাচার হয়েছে টাকা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি।
আরও পড়ুন :