কলকাতা : এবার আদালতে বিস্ফোরক কুণাল ঘোষ । ফিরহাদ  হাকিমের সঙ্গে তাঁর বাগযু্দ্ধ চলছিলই । এবার তিনি বিস্ফোরক রাজ্যের আরেক মন্ত্রীকে নিয়ে। আদালতে সোমবার বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন কুণাল।
 
কুণালের নিশানায় কে ? 
সারদা মামলায় জেলবন্দি কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৪ সালের ১৩ নভেম্বর রাতে প্রেসিডেন্সি জেলে বসে আত্মহত্যার চেষ্টা করেন। সেই মামলারই শুনানি ছিল আজ। সেখানেই তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে কুণাল ঘোষ বলেন, ‘আইকোর মামলায় মঞ্চে যিনি বক্তৃতা করেছেন, তিনি আমায় পাগল বলেছিলেন’। এখানেই থামেননি তিনি। নাম না করেই তিনি বলেন, ‘তিনি মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন, জেলে ঢোকানো দরকার... যাঁরা ষড়যন্ত্রী তাঁরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন’। কে সেই মন্ত্রী, তা তিনি অবশ্য বলেননি।  আত্মহত্যার চেষ্টা মামলায় বিচারকের প্রশ্নের উত্তরে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল। 

' উডবার্ন কি হাসপাতাল, না কয়েদিদের আশ্রয়খানা?' 
এমপি এমএলএ-দের বিশেষ কোর্টে আজ হাজিরা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমার দাঁতের চিকিত্সা করা হয়নি অথচ প্রভাবশালীদের উডবার্নে চিকিত্সা হয়’। এখানেই থামেননি কুণাল ঘোষ । প্রশ্ন তোলেন, ‘উডবার্ন কি হাসপাতাল, না কয়েদিদের আশ্রয়খানা?  যাঁদের নাম সুদীপ্ত সেনের চিঠিতে আছে, তাঁরা দল বদলে ঘুরে বেড়াচ্ছেন !' 
এর আগে সারদা ও নারদা মামলায় যুক্ত থাকার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। 



এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' এইসব ঘটনা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জমানায় ঘটেনি। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। তিনিই দলের মহাসচিব। যাবতীয় ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। ' এ নিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্যে তৃণমূলের অন্দরেও কার্যত তোলপাড় শুরু হয়। এই প্রেক্ষাপটে, শনিবার মন্ত্রিসভার সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ান ফিরহাদ হাকিম। lfvf ynsv, কোনও তৃণমূলের মন্ত্রী নেতা, অন্যায় করেনি, অন্যায় করবে না! এরপর, রবিবার মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' আমাকে যেন কেউ মনে করিয়ে না দেন যে আমি মন্ত্রী নই। মন্ত্রী নিয়ে হ্যাংলামি নেই। মন্ত্রী হতে না পারলে যাদের জীবন অসম্পূর্ণ, এসব ক্রাইটেরিয়া তাদের। মন্ত্রিত্ব জীবনের ক্রাইটেরিয়া হতে পারে না।' 
এই অভিযোগ - পাল্টা অভিযোগ, দড়ি টানাটানির মধ্যে , কুণালের আজকের মন্তব্য নিঃসন্দেহে বিস্ফোরক বা বলা যায় বিস্ফোরণের চূড়া।