কলকাতা: ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ (Booster Dose)। আগামী ৭৫দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে বলে সিদ্ধান্ত। আর কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন তিনি বলেন, “বুস্টার ডোজ ফ্রি দেওয়ার নামে নাটক করছে কেন্দ্র। পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়িয়ে টাকা তুলছেন। মানুষের কাছ থেকে টাকা তুলে সেই টাকা দিয়েই বুস্টার ডোজ কেন্দ্রের।’’


স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদ্‍‍যাপন উপলক্ষ্যেই  বিনামূল্যে বুস্টার ডোজের কথা ঘোষণা করেছে কেন্দ্র। আর এই ইস্যুতেই এবার কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। উত্তরোত্তর বাড়ছে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম। নাজেহালের অবস্থা সাধারণ মানুষের। বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া নিয়েই আক্রমণ করলেন কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, 'বিনামূল্যে টিকার কথাটা আসলে ভুল, রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, সব কিছুর দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে ফ্রি-তে বুস্টার!'


 





বুস্টার ডোজ নেওয়ার ব্যবধান:
 উল্লেখ্য, ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের সঙ্গে বুস্টার ডোজ নেওয়ার ব্যবধান কমানো হয়েছে। গত ৬ জুলাই জানানো হয়েছিল, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ (Booster Dose) প্রয়োগের নিয়ম পরিবর্তন করা হচ্ছে। করোনার (Corona) বুস্টার ডোজ এবার নেওয়া যাবে ৬ মাসেই। দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান কমিয়ে এবার ৬ মাসেই বুস্টার ডোজ। বর্তমানে দ্বিতীয় ডোজের ৯ মাস পরে নেওয়া যায় বুস্টার ডোজ। প্রথমে বলা হয়েছিল, ১৮ থেকে ৫৯ বছর বয়সী সবাইকে এখন ৯ মাসে বুস্টার ডোজ দেওয়া হবে। তবে এখন ৬ মাস পর বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)- এর তরফে দ্বিতীয় এবং বুস্টার ডোজগুলির মধ্যে ব্যবধান কমানোর সুপারিশ করা হয়। 


আরও পড়ুন: Student Missing: ৬ দিন কেটে গেলেও এখনও নিখোঁজ ছেলে, প্রতিবাদে ধর্নায় বাবা-মা