অনির্বাণ বিশ্বাস, কলকাতা : নবান্নে বৈঠকের আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লাগাতার আক্রমণ করেই চলেছে তৃণমূল। কখনও সওকত মোল্লা , কখনও অসিত মজুমদার। সোমবার বিকেলেই নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক । তার আগে আবারও আন্দোলনরত চিকিৎসকদের নাম ধরে ধরে এবার আক্রমণ শানালেন কুণাল ঘোষ। সরাসরি দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নাম করে FIR করার কথা বললেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। 


ফের কুণাল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা। বললেন, 'বাম-অতি বামের প্ররোচনায় যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য় জেদে ভেস্তে দিয়ে, স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে, বাংলার কোনও রোগীর ক্ষতি হলে, নিকটবর্তী থানায় যেন দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তবে কিঞ্জল নন্দ-র বিরুদ্ধে করবেন না। কারণ, ও ওদের সঙ্গে থাকলেও সূত্রের খবর বিশৃঙ্খলায় সহমত নয়। নবান্নে বৈঠকের আগে ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ।


এক্স হ্যান্ডলে তিনি আরও লেখেন, 'চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।'


এরপরেই অবশ্য কিঞ্জল জবাব দেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন , 'সিদ্ধান্ত শুধু অনিকেত বা দেবাশিস হালদার একা নেননি। সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রথম দিন থেকে আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু উৎসব চলায় সম্ভব হয়নি। অনশনে বসার আগে দু'বার ই-মেল করা হয়েছিল, আপনারা উত্তর দিতে ভুলে গিয়েছেন। সমস্যা সমাধানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে', সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষকে পাল্টা জবাব দেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। 


আর জি কর-কাণ্ডে ১০ দফা দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে জুনিয়র চিকিৎসকরা।  যত দিন যাচ্ছে, ততই সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে আন্দোলন। আর এসবের মধ্যেই  চিকিৎসকদের একাংশকে বারবার নিশানা করেছেন কুণাল ঘোষ। এবার জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন সরাসরি নাম করে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন:


লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?