কলকাতা : আর জি কর-কাণ্ডে সরব শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। তারপর তৃণমূল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে বাদ পড়েন আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিল্পী, বদলে জায়গা পান শাসক-ঘনিষ্ঠ শিল্পীরা।  কিন্তু  কুণালের অবস্থান দলের অবস্থান নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! তিনি সোজাসুজি বলে দেন,  মমতা বন্দ্য়োপাধ্যায় বা তিনি এই ধরনের কোনও বলেননি, তাই এটা দলের বক্তব্য় নয়। এই নিয়ে এখন তৃণমূলের অন্দরে তরজা চরমে। সরাসরি অভিষেকের অবস্থানকেই চ্যালেঞ্জ করে বলেছেন তাঁকে 'সেনাপতি' সম্বোধন করা কুণাল ঘোষ।  


একা কুণাল নন, কুণালের সুরেই এবার বয়কটের পক্ষেই গলা চড়িয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  শিল্পীদের বয়কট-বিতর্কে তাই সরাসরি দলের মধ্যেই চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বয়কটের বিপক্ষে অভিষেক  আর আন্দোলনে সরকার বিরোধী স্লোগান তোলা শিল্পীদের দলীন অনুষ্ঠানে জায়গা না দেওয়ার অবস্থানে অনড় কুণাল, কল্যাণরা। ফলে আর জি কর-কাণ্ডেবয়কট-বিতর্কে নিয়ে তৃণমূলেই তোলপাড়। 


কুণালের দাবি,  আর জি করআন্দোলনের পর কোন শিল্পীদের বয়কট করা হবে , তা নিয়ে দলের বিভিন্ন গ্রুপেও বার্তা গিয়েছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দেশে ছিলেন না। চিকিৎসার কারণে বাইরে ছিলেন। তাই তিনি সবটা জানেন না। 


অন্যদিকে আবার এই বিতর্কে কুণালের পাশে দাঁড়িয়েই বয়কটের  পক্ষে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে দিয়েছে, 'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কুৎসা করলে তাদের সমর্থন নয়'। কল্যাণের প্রশ্ন, যে সব শিল্পীরা 'চটিচাটা' বা 'চটি মারো তালে তালে'র মতো মন্তব্য করেছিলেন , তাঁদের দলীয় অনুষ্ঠানে ডাকা হবে কেন ? আর তাঁরাই বা কেমন, তাঁদেরই বা শিরদাঁড়া কোথায় ! 
 
সম্প্রতি কুণাল ঘোষ  সোশ্যাল মিডিয়ায় লেখেন, ' যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রীসহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন মঞ্চে না দেখা যায়। এই শীতে এঁদের বয়কট করা হোক।' 


এই বার্তা থেকেই বিতর্কের শুরু। যার জল এখন গড়িয়েছে এতদূর। তৃণমূলের অন্দরের এই তরজায় ইতি টানবে কে ? 


আরও পড়ুন : ফিরছে আতঙ্কের দিন? চিনে ভাইরাস-দাপটে ঘায়েল ফুসফুস, 'ফের মৃত্যুমিছিল', দাবি ভাইরাল ভিডিওয়