কলকাতা: 'শিক্ষক চাকরি মামলা,যেখানে ভুল, অন্যায়, ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক। কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পায়', হাইকোর্টের রায় বেরোনোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh On SSC Scam Verdict)। আরও লেখেন, 'এদের স্বার্থে যা চেষ্টা দরকার সরকার করেছে। এদের অবিলম্বে চাকরি দরকার। আশা করি আদালতের রায়ে এই চাকরির জট খুলতে সরকারের চেষ্টা মান্যতা পাবে।'






কুণালের মন্তব্য...
মাসখানেক আগে কুণালকে বলতে শোনা গিয়েছিল, 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী নিয়োগ সম্ভব হয়। আমরা আশাবাদী, আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যা সরকার চাইছে, যে শূন্য পদ সরকার তৈরি করেছে, তাঁরা সে কাজটা পাবেন।'  গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রায় সাড়ে ৩ মাস ধরে শুনানি চলে। আজ, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের সেই বিশেষ বেঞ্চ আজ রায়দান করে। 


রায় নিয়ে...
এদিনের ঐতিহাসিক রায়ে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ সালের প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত দিতে হবে। এখানেই শেষ নয়। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত জারি রাখবে সিবিআই। যাঁকে প্রয়োজন, তাঁকেই হেফাজতেও নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে বলেছে হাইকোর্ট। ঘটনা হল, শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে গত বছরদুয়েক যাবৎ তুমুল আলোড়ন চলছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হারও এক অবস্থা। এর মধ্যে এহেন রায় রাজ্যকে বেশ খানিকটা ধাক্কা দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের। যদিও রাজ্যের তরফে শিক্ষায় নিয়োগ জট ছাড়ানোর ব্যাপারে বার বার সদিচ্ছার কথাই বলা হয়েছে। এদিন ২৮১ পাতার ৩৭০টি অনুচ্ছেদে এদিন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে এবার নতুন করে টেন্ডার ডেকে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ পেয়েছে এসএসসি। 


 


আরও পড়ুন:যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের


Education Loan Information:

Calculate Education Loan EMI