ক্যালকুলেট এডুকেশন লোন ইএমআই
Monthly Education Loan EMI
₹
Principal Amount
₹
Interest Amount
₹
Total Amount Payable
₹
অন্যান্য ক্যালকুলেটর
FAQ
এডুকেশন লোন বা Education Loan কী?
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা অন্যান্য বোর্ডের সম-মানের পরীক্ষার পর উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় খরচ জোগাতে যে ঋণ দেওয়া হয়, তাই হল এডুকেশন লোন। সরকারি, বেসরকারি উভয় ব্যাঙ্ক থেকেই এডুকেশন লোন নেওয়া যায়।
এডুকেশন লোনের ক্ষেত্রে ইএমআই কেমন (Education Loan EMI)?
ইএমআই অর্থাত্ (Equated Monthly Installment বা EMI) হল একটি পদ্ধতি যেখানে ঋণগ্রহীতা মোট যত টাকা ঋণ নিয়েছেন, তা সুদ সহ ব্যাঙ্ককে নির্দিষ্ট মাসিক কিস্তিতে মিটিয়ে দেওয়া যায়। ইএমআই পেমেন্টের মধ্যে আপনার ঋণ নেওয়া আসল ও সুদ উভয়ই ধরা থাকে। কত টাকা লোন আপনি নেবেন বা কত সময়ের মধ্যে তা ব্যাঙ্ককে শোধ করবেন, তার উপর ইএমআই নির্ভর করে। এডুকেশন লোনের সীমা অবশ্য প্রতি ব্যাঙ্কের ক্ষেত্রে পৃথক। সবথেকে বড় সুবিধেটি হল, কোর্স শেষ হওয়ার পর থেকে ঋণ পরিশোধ শুরু করতে হয়। কতদিন পর থেকে ঋণ শোধ করা শুরু করতে হবে কিংবা কতদিন ধরে এই ঋণ পরিশোধ করা যাবে, তার সময়সীমা ব্যাঙ্কই ঠিক করে।
এডুকেশন লোনের ক্ষেত্রে ইএমআই ক্যালকুলেটর (Education Loan EMI Calculator) কী?
উচ্চশিক্ষা শেষ করার জন্য আর্থিক সাহায্য করে এই ঋণ। দেশ বা দেশের বাইরে পড়াশুনা উভয় ক্ষেত্রেই মিলতে পারে এডুকেশন লোন। ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন, আপনি কত টাকা ঋণ নিলে কত টাকার মাসিক কিস্তি দিতে হবে।
কীভাবে EMI গণনার ক্ষেত্রে সাহায্য করতে পারে?
এই ক্যালকুলেটর আপনাকে সহজেই বুঝিয়ে দেবে প্রতি মাসে শিক্ষা-ঋণ শোধ বাবদ আপনাকে কত টাকা সরিয়ে রাখতে হবে। তাতে মাসিক খরচ সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা থাকবে। সেই অনুযায়ী সংসারের বাজেট করতে পারবেন আপনি।
ইএমআই মারফত ঋণ শোধ করার তথ্যগুলি জানার সুবিধেগুলি কী কী -
- ঋণ নেওয়ার ক্ষমতা বিশ্লেষণ করে দেখতে পারবেন।
- ঋণ নিলে কতদিন সময় পাচ্ছেন টাকা শোধ করার জন্য, তা বুঝতে পারবেন আগেভাগেই। কোন কিস্তিতে কত টাকা দিতে হচ্ছে।
- পরবর্তীতে ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে আর্থিক পরিকল্পনা করে এগনো।
- পড়া শুরুর সময় মোট খরচ সম্পর্কেও ধারণা করা যায়।
এডুকেশন লোন নানাভাবে সাহায্য করতে পারে। যেমন -
- টিউশন ফি, হস্টেলের খরচ, বইপত্রের খরচ এই ঋণ কভার করে।
- ব্যাঙ্কগুলি সাধারণত, পড়াশুনার খরচের ৯০ শতাংশ অবধি ঋণ হিসেবে হিয়ে থাকে।
- এডুকেশন লোনের সুদ আয়কর ছাড় পেতে সাহায্য করে।
- সবথেকে বড় সুবিধেটি হল, কোর্স শেষ হওয়ার পর থেকে ঋণ পরিশোধ শুরু করতে হয়।
- এছাড়াও মোরেটোরিয়াম পিরিয়ড দেওয়া হয়, যে মেয়াদের পর থেকে লোন পরিশোধ করার সুযোগ পান গ্রাহক। এই সময়ে তিনি ঋণ শোধ করা সম্পর্কে পরিকল্পনা করতে পারবেন।
- সময়মতো কিস্তি জমা করতে পারলে তা আপনার ক্রেডিট স্কোরে যুক্ত হবে, যাতে করে পরবর্তীতে ঋণ পেতে সুবিধে হবে।
টপ খবর
সল্টলেকের AD ব্লকের লবণহ্রদ বিদ্যাপীঠে নকল বিধানসভা অধিবেশন
ডাবল সেঞ্চুরি, দুই ইনিংসেই শতরান, শততম টেস্টে নজির
কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার’
এক ডজন গল্প: একুশের ভোটে মোদির নজরে কৃষক ভোট, কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে উত্তরাখণ্ডের ফের বিপর্যয়
আজ বাংলায়: হলদিয়ায় মোদির মুখে পিসি-ভাইপো কটাক্ষ, মঙ্গলবার ফের রাজ্যে আসছেন নাড্ডা
West Bengal Election 2021: ডুমুরজলার সভা থেকে রাজীবকে হুঁশিয়ারি কল্যাণের, ডোমজুরে কালো পতাকা প্রাক্তন বনমন্ত্রীকে
৭টায় বাংলা (৪): হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে একাধিক জায়গায় আক্রান্ত বিজেপি
৭টায় বাংলা (৩): উত্তরাখণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মোদির, ট্যুইটারে সমবেদনা মমতার
বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে চালু হবে পিএম নিধি প্রকল্প, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
নজরে ৯ চটজলদি: হলদিয়ার সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির, উত্তরাখণ্ডের ভয়াবহ তুষার ধসে নিখোঁজ অন্তত ১৫০