সুনীত হালদার , হংসরাজ সিংহ ও সৌমেন চক্রবর্তী, খড়্গপুর : ৫০ ঘণ্টা পার। কুর্মিদের (Kurmi Community) তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। দু'দিনের বেশি সময় ধরে প্রতিবাদ, অবরোধ চললেও পুরুলিয়ার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কুর্মি সমাজের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। অবরোধের জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন (Express Train)। বাতিল হয়েছে লোকাল ট্রেনও (Local Train)। বহু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। সবমিলিয়ে চরম হয়রানির শিকার ট্রেনযাত্রীরা। পাশাপাশি বিক্ষোভ দেখানো চলছে ৬ নম্বর জাতীয় সড়কেও। যার জেরে, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে আটকে পড়ে একের পর এক পণ্যবাহী লরি। সবমিলিয়ে রেল ও সড়ক অবরোধের জেরে, মারাত্মক ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। 


কোন কোন ট্রেন বাতিল


কুর্মিদের রেল অবরোধের জের বাতিল ট্রেনের (Train Quancellaltion) মধ্যে রয়েছে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল, খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল, ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল ও ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস। সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। 


ঝলকে বাতিল ট্রেনের তালিকা



  • টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস

  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

  • সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস

  • হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস

  • রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস

  • খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল

  • খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল

  • ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল

  • ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস

  • সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে


বিলাসপুর ডিভিশনে কাজ, বাতিল আরও ট্রেন


ছত্তীসগঢ়ের বিলাসপুর ডিভিশনে চলছে ইন্টারলকিং এবং নন- ইন্টারলকিংয়ের কাজ। এর জন্য ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে কয়েকটি ট্রেন। বাতিল করা হয়েছে, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-মুম্বই CSMT মেল, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস, হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুণে হামসফর এক্সপ্রেস, পোরবন্দর-শালিমার এক্সপ্রেস, শালিমার-উদয়পুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।


আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত, আক্রমণ জয়রাম রমেশের