সুনীত হালদার, হাওড়া: ভোটের মুখে ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। শুক্রবার ডাউন রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে ২৭ লক্ষ টাকা।
শুক্রবার সকালে দিল্লি-হাওড়া (Delhi Howrah Rajdhani Express) ডাউন রাজধানী এক্সপ্রেস থেকে পাঁচজনকে গ্রেফতার করেন জিআরপি আধিকারিকরা। ওই পাঁচ জন যাত্রীর ব্যাগে জিআরপি তল্লাশি চালিয়ে ২৭ লক্ষ টাকা উদ্ধার করে। এই পাঁচজনেরই বাড়ি দিল্লিতে। সূত্রের খবর, আজ সকালে রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে (Howrah Station) ঢোকার পর প্রতিদিনের মতো জিআরপি আধিকারিকরা নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় পাঁচজনকে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁদেরকে আটক করে ব্যাগে তল্লাশি চালানো হলে ওই টাকা উদ্ধার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে টাকার উৎস নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি আটক ব্যক্তিরা। টাকার উৎস নিয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্তরা।
টাকা গুনতে জিআরপি টাকা গোনার মেশিন আনে। সেই মেশিনে শুরু হয় টাকা গোনা। তখন দেখা যায় ২৭ লক্ষ টাকা রয়েছে। সূত্রের খবর, যাত্রীরা দাবি করেন তাঁরা ব্যবসায়ী। তাঁরা সোনার গয়না ও জামাকাপড় কেনার জন্য হাওড়ায় এসেছিলেন বলে দাবি করেন তাঁরা। তারপরে জিআরপি ওই পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুমন বর্মন, সরস আগরওয়াল, দীপক জয়সওয়াল, যোগেন্দ্র কুমার এবং নীতিন। তাঁদের হাওড়া জেলা আদালতে তোলা হয়। লোকসভা ভোটের আগে এই নিয়ে একাধিকবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। জিআরপি-র পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া স্টেশনে ভোটের আগে নজরদারি বাড়ানোর ফলেই টাকা উদ্ধার সম্ভব হয়েছে।
কলকাতাতেই উদ্ধার সোনা:
ভোটের আগে কলকাতায় গাড়ি থেকে ৮১ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। শ্যামপুকুর ও জোড়াবাগান থানার যৌথ নাকা তল্লাশিতে উদ্ধার ১০টি সোনার বিস্কুট। ব্যারাকপুরগামী গাড়ি থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ৫ জন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এরই মধ্যে লোকসভা ভোটের মুখে কলকাতায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিস থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর। অফিসে রাখা বিপুল টাকার উৎস কী? কেন এত টাকা অফিসে রাখা হয়েছিল? জানতে তদন্তে নেমেছে আয়কর দফতর। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত রোগী, জটিল অস্ত্রোপচারে নজির পুরুলিয়া মেডিক্যালে