• গত জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাজ্যের মহিলাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, নিজেদের ছোটখাটো প্রয়োজনে আর অন্যের উপর নির্ভর করতে হবে না। তাঁরা ক্ষমতায় এলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। প্রতিশ্রুতি মতো তাঁর সরকার জুলাই মাস থেকে রাজ্যের সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভণ্ডার প্রকল্প শুরু করেন। দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাওয়া যায়। সেখানে জমাও হয়। 



  • লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী 

    পশ্চিমবঙ্গের ১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। এই স্কিমের মাধ্যমে জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে ৬ হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন। বছরে যা দাঁড়াচ্ছে ১২ হাজার টাকা।


  • কীভাবে আবেদন করবেন  ? ( Apply for West Bengal Lakshmi Bhandar Yojana)


  • প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ( go to the official website )

  • এরপর লক্ষ্মীর ভাণ্ডার অপশনটির উপর ক্লিক করতে হবে । (Lakshmi Bhandar Yojana )

  • এরপর একটি নতুন পাতা খুলে যাবে আপনার সামনে। 

  • সেখান থেকে আবেদন করার ফর্মটা ডাউনলোড করে ফেলতে হবে।

  • তারপর প্রিন্ট নিয়ে নিন। 

  • এরপর আপনার সম্পর্কে যাবতীয় তথ্য লিখতে হবে ফর্মে। 

  • প্রয়োজনীয় নথিও জমা অ্যাটাচ করতে হবে এর সঙ্গে। 

  • পুরো কাজ হলে আপনাকে সংশ্লিষ্ট দফতরে গিয়ে ফর্ম জমা করে আসতে হবে। 



আরও পড়ুন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! ফের বাড়তে চলেছে DA


অনলাইনে কীভাবে আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য?  ( Online WB Lakshmi Bhandar Yojana)



  • প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ( go to the official website )

  • এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করুন । 

  • তারপর ওটিপি-র জন্য Generate OTP র উপর ক্লিক করুন। 

  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি এসে যাবে। 

  • এরপর ওটিপি এন্ট্রি করুন।

  • তারপর  Login বাটনে ক্লিক করুন

  • এরপর ক্লিক করুন  Apply Online অপশনে

  • অনলাইন ফর্মটি খুলে যাবে। 

  • এখানে আপনাকে তথ্যাদি দিতে হবে। 

  • দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস

  • গুরুত্বপূর্ণ নথি (documents) অনলাইনেই আপলোড করতে হবে ।  

    কী কী নথি লাগবে - 


  • রেশন কার্ড (Ration card), আধার কার্ড (Aadhaar card),  ভোটার কার্ড (Voter card),  আবাসিক শংসাপত্র (Address proof), ব্যাংকের পাসবই (Passbook), পাসপোর্ট সাইজের ছবি (Passport size photo), বয়সের প্রমাণপত্র (Age proof), মোবাইল নম্বর (Mobile Number

    অফলাইনে আবেদন করতে - 



  • দুয়ারে সরকার ক্যাম্পেই এই প্রকল্পে আবেদন করা যায়। জানুয়ারি মাসে আবার শুরু হচ্ছে দুয়ারি সরকারের পর্ব। অন্য সময় এই প্রকল্পে আবেদন করার জন্য যেতে হবে ব্লক অফিসে |