দক্ষিণ ২৪ পরগনা: ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ। মহেশতলা পুরসভার প্রায় ৬০ জন উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন বঞ্চিত উপভোক্তারা। ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, 'বাংলায় SIR-এর জন্য সবদিক থেকে প্রস্তুত', জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল CEO দফতর
লক্ষ্মীর ভাণ্ডারের বঞ্চিত উপভোক্তা নাগমা বেগম, 'যখন আবেদন করি লক্ষ্মীর ভাণ্ডারের, ফর্ম ফিলাপ করি, তখন থেকে এখন পর্যন্ত কোনও টাকাই পাচ্ছি না। আমি জানি যে, আমার টাকা আসছে, কিন্তু আমার যে টানা তিন বছর টাকা আসছে না, এটা নিয়ে কীরকম মনে হল..। আমি পৌরসভায় গিয়েছি। গিয়ে দেখলাম। জানলাম। ওখানে গিয়ে দেখলাম যে, আমার টাকা গুলি সাকসেসফুল ! পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে কথা বললাম। তখন ওরা খতিয়ে দেখলেন। তখন নাকি..আরও অনেক মহিলারা টাকা পাচ্ছে না, এটা ওনারা স্বীকার করেছেন..বলেছেন। অনেক অভিযোগ আছে যে, মহিলারা টাকা পাচ্ছে না। এসপি অফিসে গিয়ে, জানতে পারলাম যে, এই টাকাটা মুর্শিদাবাদে কোনও একটা অ্যাকাউন্টে Fraud হয়েছে।'