পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বেহালায় (Behala) ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর, টনক নড়ল পুলিশের (Police)। লালবাজারের (Lalbazar) নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় (Kolkata) ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। 


মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলের বাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ। এছাড়া, লালবাজারের নির্দেশ, এবার থেকে কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে সবার প্রথমে আগে দেহ সরানোর ব্যবস্থা করতে হবে। 


এদিকে, গতকাল পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরের দিন বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি। ডায়মন্ড হারবার রোডে জায়গায় জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। একাধিক জায়গায় বসানো হয়েছে মুভেবল ড্রপগেট। সাতসকালে বেহালা চৌরাস্তার মোড়ে পুলিশি তৎপরতাও চোখে পড়ার মতো।                 


আরও পড়ুন, ED ডাকবে না, ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে নুসরতের পাশে অভিনেতা যশ


শনিবার হওয়ার কারণে এদিন রাস্তায় স্কুল পড়ুয়ার সংখ্যা কম।  যদিও বেহালা চৌরাস্তা মোড়ে প্রতিদিন ভিড় লেগেই থাকে। যানবাহন শুরু করে নিত্যযাত্রী, জট পাকানো পরিস্থিতি তৈরি হয়। সেখানে আজকের ছবিটা সম্পূর্ণ আলাদা। সকলে জেব্রা ক্রসিং ধরে রাস্তা পারাপার করছেন। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়াতে দেখা গিয়েছে যাত্রীদের। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। স্কুল পড়ুয়াদের অভিভাবকরা সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও কতদিন এই ব্যবস্থা বজায় থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।


অভিভাবকরা অবশ্য জানিয়েছেন, যেভাবে সাতসকালে পুলিশ রাস্তায় নেমে যান শাসন করছে, তাতে অবাক বেহালার আদি বাসিন্দারা। তাঁরা বলছেন, এই তৎপরতা যদি আগে থাকত, তাহলে হয়তো গতকালের ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো যেত।