অতসী মুখোপাধ্যায়, কলকাতা: বিতর্কের কেন্দ্রে এখন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী (Actress) নুসরত জাহানের (Nusrat Jahan) ফ্ল্যাট (Flat)। বসিরহাটের (Basirhat) তৃণমূল সাংসদ দাবি করেছেন, তিনি ওই সংস্থা থেকেই ঋণ নিয়েছিলেন, কিন্তু পরে তা শোধও করে দেন। যদিও, ওই অভিযুক্ত সংস্থা, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং জানিয়েছেন, তাঁর সংস্থা থেকে নুসরত ফ্ল্যাটের জন্য কোনও লোন নেননি। এবার নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা যশ দাশগুপ্ত।

  


তাঁর দাবি, বসিরহাটের সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ভিত্তিহীন। ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের ফ্ল্যাট কিনেছেন নুসরত, অভিযোগ তুলে ED-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙকুদেব পণ্ডা। যদিও এ বিষয়ে নুসরতের পাশে দাঁড়িয়েছেন যশ। ED তলব করলে যাবেন কিনা, নুসরতকে এই প্রশ্ন করলে, তৃণমূল সাংসদের দাবি, ED তাঁকে ডাকবে না।  


রাজারহাটে বড় ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল সংস্থা। সেই ফ্ল্যাট তো মেলেইনি। বরং অভিযোগ উঠছে, এই মানুষগুলোর টাকা দিয়ে, বিশাল ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান। যিনি সেই সময় ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। সেই থেকে অভিযোগের বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরছেন বয়স্ক মানুষগুলো। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ, এই হল সেই নুসরত জাহানের ফ্ল্যাট। 


দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত এলাকা পাম অ্যাভিনিউ। সেখানেই বিলাসবহুল ইডেন ইম্পিরিয়াল আবাসনে রয়েছে নুসরতের আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট। কিন্তু, এই ফ্ল্যাট কেনার টাকা তৃণমূল সাংসদ নুসরত জাহান কোথা থেকে পেলেন? তা নিয়েই এখন তৈরি হয়েছে বিতর্ক। বুধবার নুসরত দাবি করেন, যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থা থেকেই ঋণ নিয়েছিলেন তিনি।


আরও পড়ুন, অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য, গীতায় সাফল্যর পথে দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ


কিন্তু, নুসরতের এই ঋণ নেওয়ার দাবি খারিজ করে দিয়েছেন সংস্থার এক ডিরেক্টরই। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং বলেন, 'নুসরত আমাদের থেকে কোনও ঋণ নেয়নি। আমরা ওই ফ্ল্যাটটা কোম্পানির ইনভেস্টমেন্ট হিসেবে ওই ডেভেলপারকে অ্যাডভান্স করেছিলাম। পরবর্তীকালে ফ্ল্যাটটা নুসরতের পছন্দ হয়। বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করে।' 


প্রতারণার অভিযোগ ওঠার পর বুধবার প্রথম সামনে আসেন বসিরহাটের তৃণমূল সাংসদ। পাম অ্যাভিনিউয়র ফ্ল্যাটে পৌঁছে জানা গেল, বুধবার এই বিলাসবহুল এই ফ্ল্যাটেও এসেছিলেন তিনি।


বৃহস্পতিবার নুসরত জাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।