কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতির (Recruitment Scam)) তদন্তে বুধবার শহর ও শহরতলির ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। উদ্ধার হয়েছে প্রচুর নথি। সূত্রের দাবি, স্কুলের মতো পুরসভায় নিয়োগ দুর্নীতিতেও একটা বড় ভূমিকা ছিল এজেন্টদের।
নজরে এজেন্টদের ভূমিকা: স্কুলে নিয়োগ দুর্নীতিতে যেমন বড় ভূমিকা ছিল এজেন্টদের, CBI সূত্রে দাবি, ঠিক তেমনই পুরসভায় নিয়োগ দুর্নীতিতেও ছড়িয়েছিল এজেন্টদের জাল। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার, ১৪টি পুরসভা, অয়ন শীলের অফিস-বাড়ি-ফ্ল্যাট, সল্টলেকে পুর-প্রশাসন ভবন, পুর ও নগরোন্নয়ন দফতরের অফিসে তল্লাশি চালান CBI-এর গোয়েন্দারা। এই তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর নথি।
সূত্রের দাবি, ১৪টি পুরসভা থেকে যে বিপুল নথি উদ্ধার হয়েছে, তার মধ্যে বেশিরভাগ গ্ৰুপ-C এবং গ্রুপ-D-র কর্মী নিয়োগের তালিকা। মিলেছে নিয়োগপত্রর কপিও।এর মধ্যে, পুরসভা নিজে কত জনকে চাকরি দিয়েছে? আর অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের মাধ্যমে কত জনের নিয়োগ হয়েছে, তার তালিকা তৈরি করা হচ্ছে। হার্ড কপির পাশাপাশি প্রচুর ডিজিটাল তথ্যও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে হার্ডডিস্ক। সেগুলো খতিয়ে দেখছে CBI-এর IT বিভাগ।
চাকরি পিছু পুরসভাগুলো, ৪ থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিল। এই বিষয়ে ১৪টি পুরসভার, চেয়ারম্যানদের জিজ্ঞাসাবাদ করে CBI। বুধবার, CBI-এর তল্লাশির পর এদিন, পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস নগরায়ন ভবনে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।সূত্রের দাবি, বুধবারের তল্লাশিতে বেশ কয়েকটি পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি বা তথ্য দিতে পারেনি। সেই সব পুরসভার আধিকারিকদের পরবর্তী সময়ে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে দাবি।
অন্যদিকে, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে একাধিক পুরসভার শ্রমিক সংগঠনের ভূমিকা। সিবিআই সূত্রে খবর, কর্মী নিয়োগে একটা বড় ভূমিকা পালন করেছে এই মজদুর ইউনিয়ন বা শ্রমিক সংগঠন। ইউনিয়নের তৈরি করে দেওয়া তালিকা থেকে একাধিক জনের নিয়োগ হয়েছে, তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। সিবিআই সূত্রে দাবি, ইউনিয়নের সদস্যদের আত্মীয় ও ঘনিষ্ট মহলের চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল। লক্ষ লক্ষ টাকার লেনদেনের বিনিময়ে হয়েছিল পুরসভার চাকরি বিক্রি। সিবিআই সূত্রে দাবি, ইউনিয়নের তৈরি তালিকা পৌঁছে গেছিল অয়ন শীলের সংস্থার কাছেও। ইতিমধ্য়েই ১৪টি পুরসভায় একযোগে অভিযান চালিয়েছে সিবিআই।
আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান