সুনীত হালদার, জগৎবল্লভপুর: নশ্বর সুর স্তব্ধ করে সুরলোকে গিয়েছেন সুর সম্রাজ্ঞী। তিনি কারওর কাছে 'নাইটঅ্যাঙ্গেল', কেউ তাঁকে মানেন 'সরস্বতী' হিসেবে। সুর সাধকদের কাছে তিনি দেবীর আসনেই আসীন। সেই লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়া এবার সম্পন্ন হল হাওড়ার জগৎবল্লভপুরে। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্যর পর থেকেই হিন্দু ধর্মের সব নিয়ম মেনে লতার পারলৌকিক কাজ শেষ করলেন হাওড়ার অমর বিলুই।
শুনতে অবাক লাগলেও এ টান মনের। লতা মঙ্গেশকারকে মায়ের আসনে বসিয়েছিলেন জগৎবল্লভপুরের মাজুর বাসিন্দা অমর বিলুই (৫৫)। মাজু গ্রামে একটি ছোট টেলারিং শপের মালিক অমর বিলুই ছোটবেলা থেকেই গান শুনতে ভালোবাসতেন। বড় হয়ে দর্জির দোকান করার পরে সারাদিন দোকানে বাজাতেন লতা মঙ্গেশকরের গান। সুর সম্রাজ্ঞীর গানে গানেই দিন কাটাত এই দোকানির। মনে মনে চির শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন কোকিলকন্ঠীকে। সেই লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ অমরবাবুও।
৬ ফেব্রুয়ারি জীবনযুদ্ধে হার মেনেছিলেন সঙ্গীতের সরস্বতী। দুঃসংবাদ কানে পৌঁছতেই এক লহমায় যেন থমকে গিয়েছিলেন অমর বিলুই। স্থানীয় বাসিন্দা অশোক সিংহ বলেন, অমরবাবু দোকানের মধ্যে যেখানে বসে কাজ করতেন সেখানেই নিজের মাথার ওপরে লাগিয়েছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের একটি ছবি। ছোটবেলা থেকেই তার দোকানে বাজত লতা মঙ্গেশকরের গান। কয়েক বছর আগে মাতৃবিয়োগ হয় অমরবাবুর। ভক্তিতে শ্রদ্ধায় লতা মঙ্গেশকারকে মায়ের আসনে বসান তিনি।
অন্যদিকে, অমর বিলুই জানান লতা মঙ্গেশকারের মৃত্যুর পর অশৌচ পালন করেছেন তিনি। বৃহস্পতিবার ঘাটের কাজও করেছেন নিয়ম মত। শুক্রবার বিধি মতে করেছেন শ্রাদ্ধানুষ্ঠান। এমনকি আগামীকাল করবেন নিয়মভঙ্গের অনুষ্ঠান। সেদিন অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করেছেন। নিজের বাড়িতেই প্যান্ডেল করেছেন। অতিথিদের ইতিমধ্যেই আমন্ত্রম জানানো হয়েছে। অমরবাবু জানান। জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে হিন্দু শাস্ত্র মতে পারলৌকিক কাজকর্ম করেছিলেন, এবারেও মানস মায়ের বেলায়ও একইভাবে করছেন। এইদিন তাঁর বাড়িতে সকাল থেকেই মাইকে বাজছে লতা মঙ্গেশকরের গান।