সৌভিক মজুমদার, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হল। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির। 

গতকাল আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। চাকরি বাতিল সংক্রান্ত মুখ্যমন্ত্রীর মন্তব্যের একাধিক অংশ নিয়ে অভিযোগ করা হয়েছে। 


গতকালের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। তাঁরউদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব, যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। ' বক্তব্যের এই অংশ ছাড়াও একাধিক অংশ নিয়ে অভিযোগ তোলা হয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর মামলায়। প্রসঙ্গত, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম-দশম সব নিয়োগ-মামলাই বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।


মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, ' আমরা ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছো? দেওয়ার ক্ষমতা নেই, কাড়বার ক্ষমতা আছে।'


জাল-জোচ্চুরির অসংখ্য় অভিযোগ! একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন! আদালতের নির্দেশে কার্যত প্রতিদিন চাকরি যাচ্ছে অযোগ্য়দের! অন্য়দিকে মাসের পর মাস পথে নেমে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে যোগ্য়রা। এই প্রেক্ষাপটে চাকরিহারাদের পাশে দাঁড়ান মুখ্য়মন্ত্রী!  আবেগপ্রবণ হয়ে পড়েন! চাকরি থেকে বরখাস্ত না করার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ' এখন রোজ কথায় কথায় ৩ হাজার চাকরি বাদ। চার হাজার চাকরি বাদ। '  তঁর এই মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন।  


২০১৬ হোক কিংবা ২০২১। যখনই তৃণমূল চাপে পড়েছে, তখনই নিজের ওপর বাজি ধরেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বারবার তাঁকে বলতে শোনা গেছে, সব আসনে তিনিই প্রার্থী। তাতে ফলও মিলেছে। এবার বকেয়া ডিএ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীরা যখন আক্রমণের ধার বাড়াচ্ছে, তখন ফের সেই কৌশল নিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। তিনি বলেন, ' ইচ্ছে আমাকে দুবেলা গালাগালি দিন। দরকার হলে মারুনও আমাকে। আমি তার জন্য় কিছু মাইন্ড করব না। কিন্তু প্লিজ, দয়া করে রাজ্য়টার বদনাম করে, ছাত্র যৌবনের খাবার অধিকারটা কেড়ে নেবেন না '


নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে, এতদিন মামলা কিংবা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে এবার যেভাবে তিনি আদালতের নির্দেশে চাকরিচ্য়ুতদের হয়ে সওয়াল করলেন, তা কার্যত বেনজির বলেই মনে করছেন অনেকে।