কলকাতা: প্রাণনাশের হুমকি, আক্রমণের মুখেও অবিচল সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। ওকালতনামা নিয়ে চট্টগ্রাম আদালতে পৌঁছে গিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আর ঠিক সেই সময় এপার বাংলায় বিক্ষোভে আইনজীবীরা।
রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে আলিপুর আদালতের বাইরে আইনজীবীরা দাবি করেন, শান্তি ফিরুক বাংলাদেশে। তাঁদের দাবি, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস যেন আইনি সাহায্য পান। একইসঙ্গে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছেও বলেও সরব হন তাঁরা। এটা আইনের শাসন কায়েম হচ্ছে না। আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "আলিপুর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রতিবাদ হচ্ছে। যেখানেই আইনজীবীরা আক্রান্ত হবে সেখানেই আলিপুরের আইনজীবীরা সরব হবেন।"
আদালত কক্ষে হুমকি, শারীরিক হেনস্থার পরেও ইসকনের সন্ন্যাসীর হয়ে সওয়ালে অনড় তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ। গতকালই চট্টগ্রাম জেলে গিয়ে ওকালতনামা সংগ্রহ করেন তিনি। আজ ফের চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি এগিয়ে আনার জন্য আদালতে সওয়াল করবেন ওই আইনজীবী। গতকাল ইসকনের সন্ন্য়াসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনও ওকালতনামা জমা দেননি, এই কারণ দেখিয়ে চট্টগ্রাম আদালতে খারিজ হয় তাঁর আবেদন। চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের অভিযোগ, চিন্ময়কৃ্ষ্ণকে আইনি সহায়তা দিতে গিয়ে তাঁকে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়। এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো। এমনকী, বিচারককেও তাঁরা হুমকি দিয়ে কাজ করাচ্ছিলেন বলেও চিন্ময়কৃষ্ণর আইনজীবীর অভিযোগ।
এবিষয়ে রবীন্দ্র ঘোষ বলেছিলেন, "আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হত, আমি কিন্তু এগিয়ে আসতাম। ১০টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, সেই অবস্থায় আমি তাদের উদ্ধার করেছি। একটা-দু’টো ঘটনা নয়, রাজশাহি, দিনাজপুর, রংপুর, নীলফামারি, ঠাকুরগাঁও, কক্সবাজার, এমন অনেক জেলায় করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সব জায়গায় বিচরণ করি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান, তৎপর দিল্লি পুলিশ