নয়াদিল্লি: দিল্লিতে বাংলাদেশি (Bangladesh News) অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান শুরু। গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন গিরিরাজ সিংহ। পাশাপাশি দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেনান্ট গভর্নর ভি কে সাক্সেনা। সেই অনুযায়ী শুরু হয়েছে এই অভিযান।
অভিযান শুরু দিল্লি পুলিশের: রাজধানীর কালিন্দীকুঞ্জ এলাকায় দিল্লি পুলিশের অভিযান চালিয়েছে। অভিযান সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হল। সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দফতরে। দিল্লি পুলিশ সূত্রে খবর, উত্তম নগর, শাহিনবাগ এবং জামিয়া নগর মতো এলাকায় বস্তি, ফুটপাত এবং কলোনিতে বাসিন্দাদের নথিপত্র পরীক্ষা দেখা হচ্ছে।
এই অভিযান প্রসঙ্গে দিল্লি পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, "সংশ্লিষ্টদের মধ্যে যাঁদের সঠিক নথি নেই তাঁদের থানায় তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যদি তাঁদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হন তাহলে সংশ্লিষ্টদের নির্বাসিত করা হবে। অনুপ্রবেশকারী থাকতে পারে এমন সন্দেহভাজন এলাকাতেই এই অভিান চালানো হচ্ছে। এমনকী যাঁদের নথি রয়েছে সেক্ষেত্রেও যাচাইয়ের করতে গিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি অসম বা বাংলাদেশ সীমান্তবর্তী কোনও এলাকার কিনা।'' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এটা রুটিন কাজের মধ্যেই পড়ে। নাইজেরিয়ার হোক বা বাংলাদেশের নাগরিক, অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তাঁকে নির্বাসিত করার নজির রয়েছে অতীতে।
এদিকে ১৬ দিন ধরে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। আদালত কক্ষে হুমকি, শারীরিক হেনস্থার পরেও ইসকনের সন্ন্যাসীর হয়ে সওয়ালে অনড় তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ। গতকালই চট্টগ্রাম জেলে গিয়ে ওকালতনামা সংগ্রহ করেন তিনি। আজ ফের চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি এগিয়ে আনার জন্য আদালতে সওয়াল করবেন ওই আইনজীবী। গতকাল ইসকনের সন্ন্য়াসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনও ওকালতনামা জমা দেননি, এই কারণ দেখিয়ে চট্টগ্রাম আদালতে খারিজ হয় তাঁর আবেদন। চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের অভিযোগ, চিন্ময়কৃ্ষ্ণকে আইনি সহায়তা দিতে গিয়ে তাঁকে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়। এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো। এমনকী, বিচারককেও তাঁরা হুমকি দিয়ে কাজ করাচ্ছিলেন বলেও চিন্ময়কৃষ্ণর আইনজীবীর অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh News: ভারতে পালিয়ে আসার চেষ্টা, চার বাংলাদেশিকে গ্রেফতার করল বর্ডার গার্ড বাংলাদেশ