কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সশরীরে আদালতে হাজিরার নির্দেশ। ২২ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে শুভেন্দুকে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) করা মানহানি মামলায় এই নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court)। নির্দেশের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে (High Court) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা। আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড়ের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।  কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। পরিবর্তে হাজিরা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন।


কোন মামলা:
শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) যাওয়ার পরে, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের বাগযুদ্ধ চরমে ওঠে। ২০২০ সালে ভোট প্রচারে অধিকারী পরিবারের ঘরের মাঠ কাঁথিতে (Contai) গিয়ে শুভেন্দুকে আক্রমণ করেন কুণাল ঘোষ। অভিযোগ, সেই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে নিশানা করেন শুভেন্দু অধিকারী। এই বক্তব্যের কারণেই শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুণাল ঘোষ।


তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,  'রাজনৈতিক আক্রমণ সব সময়েই হয়। কিন্তু ও যা বলেছিল তার প্রেক্ষিতে আমি মানহানির মামলা করেছিলাম। ওর পিটিশনে উনি সুপ্রিম কোর্টের (Supreme Court) গাইডলাইন উল্লেখ করেছেন৷ আমার আইনজীবীরা কাঁথির বিষয় কেন গ্রহণযোগ্য নয় তা বলেছিলেন। এক্ষেত্রে কাঁথির দূরত্ব গ্রহণীয় নয়। অর্ডার এসেছে সেখানে হাজির থাকতে বলেছে।'


পিটিশনে কী ছিল?
বিরোধী দলনেতার পক্ষে পিটিশনে উল্লেখ ছিল, শুভেন্দু অধিকারীর বাড়ি বহুদূরে কাঁথিতে। তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক। পাল্টা যুক্তি দেন কুণাল ঘোষের আইনজীবী। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, 'পিটিশনে লেখা, উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন?' এরপর ব্যাঙ্কশাল আদালত নির্দেশ দেয়, ২২ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারীকে আদালতে হাজিরা দিতে হবে। নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'আমি হাইকোর্টে যাচ্ছি। জানতাম এটাই ব্যাঙ্কশালে হবে।'


আরও পড়ুন: বিরোধী দলের সৎ কর্মীর খোঁজে বিজেপি, দলবদলের ডাক?