রুমা পাল ও সুনীত হালদার, কলকাতা: বার্ধক্যে কাবু লেখিক-শিল্পী নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই তাঁর হাতে তুলে দেওয়া হল ‘পদ্মশ্রী’(Padma Shri Medal) সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান তাঁকে। সেখানেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে প্রবীণ শিল্পীকে সম্মানিত করা হয়।


বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। এই মুহূর্তে নার্সিংহোমের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। এ দিন সেখানেই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী এবং স্বরাষ্ট্রসচিব। চিকিৎসকের কাছে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন তাঁরা। তারপরই শয্যাশায়ী অবস্থায় তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’ সম্মান এবং মানপত্র।


অরূপ জানিয়েছেন, কথা না বললেও, হাসপাতালে তাঁদের দিকে চোখ খুলে তাকান নারায়ণবাবু। চিকিৎসকদের পরামর্শ মেনে খাওয়াদাওয়া করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নারায়ণবাবুর জন্য শাল-মিষ্টি পাঠান এবং শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন বলেও জানিয়েছেন অরূপ।  


পরিবারের বাকি সদস্যরা নার্সিংহোমে থাকলেও, এই ‘পদ্মশ্রী’ নেওয়ার মুহূর্তে বাবার পাশে থাকতে না পেরে আক্ষেপ করেছেন নারায়ণবাবুর ছেলে। তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি। তাই বাবাকে দেখতে যেতে পারেননি।


আরও পড়ুন: North 24 Parganas: করোনা বিধিকে বুড়ো আঙুল, নিয়ম ভঙ্গের ছবি এবার শ্যামনগরের পৌষমেলায়


গত বছরের শেষ দিকে বাড়ি বয়ে গিয়ে নারায়ণবাবুর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন। সেই সময় ধনখড় প্রতিশ্রুতি দেন যে, শিল্পীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজভবন।


এর পর ২০২১ সালে ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় নাম ওঠে নারায়ণবাবুর। শারীরিক অসুস্থতার জেরে দিল্লিতে সম্মান নিতে যেতে পারেননি শিল্পী। প্রথমে কেন্দ্র জানায়, নারায়ণবাবুর বাড়ির সদস্যদের দিল্লি গিয়ে ‘পদ্মশ্রী’ সম্মান সংগ্রহ করতে হবে। তার পর বলা হয়, বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সম্মান।


সেই নিয়ে টালবাহানায় কয়েক মাস কেটে গেলেও সম্মান হাতে পাননি নারায়ণবাবু। কবে হাতে সম্মান পাবেন তিনি, সে নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ধনখড়ও। বরং রাজভবন থেকে শিল্পীর বাড়িতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে দেওয়া হয়। তবে এত দিন পর শয্যাশায়ী অবস্থায় সেই সম্মান পেলেন নারায়ণবাবু।