রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভারতের ত্রিপুরা (Tripura) থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) আনা হয়েছিল একটি সিংহ ও সিংহীকে। ত্রিপুরার বিশালগড়ের “সিপাহিজলা চিড়িয়াখানা” থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয় এই সিংহ দম্পতিকে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু সিংহ দম্পতির নাম নিয়েই শুরু হলো ঝামেলা।                                         

  


সিংহের নাম “আকবর” আর সিংহীর নাম “সীতা”। তবে সিংহীর সীতা নাম নিয়ে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। শেষে সিংহীর নাম পাল্টানোর জন্য শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছিল হিন্দু পরিষদ।


সেই সিংহীর নাম বদলের মামলা এবার গড়াল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। বৃহস্পতিবার কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভাট্টাচার্যর এজলাশে সিংহী মামলার শুনানির পর এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। 


এদিন সিংহীর নাম নিয়ে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট পেশ করেন, শুনানীর পর সার্কিট বেঞ্চের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরি অবশ্য জানিয়েছেন, সিংহীর নামকরণ বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ করেনি, ত্রিপুরা থেকেই এই নামে এসেছে, তবে রাজ্য সরকার সিংহ ও সিংহীর নাম পরিবর্তন করে দেবেন। গত ১২ তারিখ ত্রিপুরা থেকে দুটি সিংহ ও সিংহী বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল, তখন নামকরণ সীতা ও আকবর বলে প্রচারিত হয়। 


বিশ্ব হিন্দু পরিষদ থেকে সীতা নাম পরিবর্তন চেয়ে সার্কিট বেঞ্চে মামলা করেন, বুধবার মামলা শোনার পর বেঙ্গল সাফারি পার্কের কাছে নামকরণ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন, সেই রিপোর্ট  আজ জমা পড়ার পর হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা স্থানান্তর করেন। কিন্তু খুব শীঘ্রই রাজ্য সরকার সিংহ ও সিংহীর নাম পরিবর্তন  করা হচ্ছে বলে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরি জানান।                                                                                                      


আরও পড়ুন, খেলার মাঠের পর সন্দেশখালিতে গ্রামবাসীদের জমিও ফেরত, উদ্যোগ নিল প্রশাসন