OnePlus Smartwatch: ওয়ানপ্লাস ওয়াচ ২ (OnePlus Watch 2) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৬ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধে ৮টা ৩০ মিনিটে। Mobile World Congress (MWC) 2024 অনুষ্ঠানে এই স্মার্টওয়াচ (Smartwatch)লঞ্চ হবে। ওয়ানপ্লাস ওয়াচ লঞ্চ হয়েছিল ২০২১ সালের। তার তিন বছর পরে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ওয়াচ ২। এইস স্মার্টওয়াচের বেশ কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ওয়াচ ২- এর মধ্যে কী কী থাকতে পারে। 


কেমন হতে পারে ওয়ানপ্লাস ওয়াচ ২- এর ডিজাইন এবং ব্যাটারি


এই আলোচনা করার আগে বলে নেওয়া যাক ইতিমধ্যেই ওয়ানপ্লাস ওয়াচ ২- এর প্রি-রিজার্ভেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওয়ানপ্লাসের ওয়েবসাইটে এই প্রি-বুকিংয়ের জন্য একটা মাইক্রোসাইটও তৈরি হয়েছে। ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে থাকতে চএলছে স্টেনলেস স্টিলের একটি chassis এবং একটি স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস। ব্ল্যাক স্টিল এবং র‍্যাডিয়েন্ট স্টিল- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ওয়াচ ২। ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে তাদের এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দেওয়ার পরে 'ফুল স্মার্ট মোডে'- ও প্রায় ১০০ ঘণ্টা ব্যাটারি লাইফ বজায় থাকবে। অর্থাৎ স্মার্টওয়াচে চার্জ থাকবে। 


অন্যান্য স্মার্টওয়াচের মতো হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট থাকতে পারে এই স্মার্টওয়াচে। তবে কী কী সেই বিষয়ে জানা যায়নি কিছু। ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে ১.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন W5 Gen 1 চিপসেট থাকার কথা রয়েছে। এই স্মার্টওয়াচ Wear OS- এর সাপোর্টে পরিচালিত হবে বলে শোনা গিয়েছে। সেটি Wear OS 3 অথবা Wear OS 4 হতে পারে। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই স্মার্টওয়াচের একটি ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে। সেখানে লঞ্চের দিনক্ষণ রয়েছে। সেখান থেকেই আভাস পাওয়া গিয়েছে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ওয়াচ ২। 


Honor Choice Watch- সম্প্রতি ভারতে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে


কালো এবং সাদা রঙে Honor Choice Watch ভারতে লঞ্চ হয়েছে। এই Honor Choice Watch এর দাম ৬৪৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ Honor Choice Watch কেনা যাবে ৫৯৯৯ টাকায়। অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। বিক্রি শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। এই ডিভাইসে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট এবং সংস্থার তরফে দাবি করা হয়েছে একবার চার্জ দিলে প্রায় ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। দুটো রঙে Honor Choice Watch লঞ্চ হয়েছে। ১২০- র বেশি স্পোর্টস মোড এবং ১০০- র বেশি ওয়াচ ফেস রয়েছে এই স্মার্টওয়াচে। 


আরও পড়ুন- ভারতে হাজির আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?