West Bengal Live Updates: ৭ দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal Live Updates: জেলা থেকে রাজ্য, সব খবর দেখে নিন এক নজরে
ABP Ananda Last Updated: 29 Aug 2025 12:43 AM
প্রেক্ষাপট
কলকাতা: ‘অযোগ্যদের’ পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস। কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। SSC-র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘অযোগ্য’ প্রার্থীদের নির্বাচিত...More
কলকাতা: ‘অযোগ্যদের’ পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস। কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। SSC-র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘অযোগ্য’ প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। SSC-র আইনজীবীকে বিচারপতি বলেন, আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, ‘অযোগ্য’ প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে SSC? কোনও যুক্তিই এর জন্য যথেষ্ট নয়, যদি না কিছু মন্ত্রী চান যে, ওই প্রার্থীরা থাকুন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাঁদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য জন্য বোর্ড, SSC এবং রাজ্য সরকার দায়ী। বিচারপতি বলেন, আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন। তাঁদের জীবন নষ্ট হয়ে গেছে। তাঁরা রাস্তায় নেমেছেন। আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক? বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট SSC-র কাজের ওপর কড়া নজর রাখছে। নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট, হুঁশিয়ারি দেন বিচারপতি সঞ্জয় কুমার। আর.জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন তদন্ত বা পরবর্তী পর্যায়ের তদন্তের আবেদন জানিয়ে পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত, মত বিচারপতি ঘোষের। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি মনে করছেন যে, এই মামলায়, যে যে আবেদন করা হয়েছে, বা এই মামলার এখনকার শুনানির পর্যায়ে সওয়াল জবাব করা হচ্ছে যে, গোটা বিষয়টাই কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। যখন আরজিকর মামলার রায়দান শিয়ালদা আদালতের তরফ থেকে করা হয়, তারপরেই সরকারের তরফ সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে, তাঁরা কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এবং সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। সেই মামলার বিচারপক্রিয়া বিচারপতি দেবাংশু বসাকের এজেলাসেই হচ্ছে। এবং সেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার আবেদনের শুনানিও সেখানেই হচ্ছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি মনে করেছেন, যে নিহতর পরিবারের তরফ থেকে এই যে আবারও যে পুনরায় তদন্ত চেয়ে যে আবেদন করা হয়েছে, সেই আবেদন শোনার এই পর্যায়ে এক্তিয়ার তার নেই। কারণ সেক্ষেত্রে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মধ্যে একটা মত পার্থক্য বা বোঝাপড়ায় ভুল তৈরি হতে পারে। সেটা কিন্তু, জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে, সেই ডেকোরামের পরিমন্থি। ফলে তিনি মনে করছেন যে, এই মামলা এখন যে পর্যায়ে রয়েছে, সেই মামলার শুনানি ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত। তিনি এই পর্যবেক্ষণের মাধ্যমে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখন নিয়ম মেনে এই মামলা, আবারও প্রধান বিচারপতির কাছে ফের চলে যাবে। মাননীয় প্রধান বিচারপতি, তিনিই ঠিক করবেন, যে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া পরবর্তী কোন বেঞ্চে যাবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SSC News: নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করল সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন, মধ্যশিক্ষা পর্ষদ, SSC, রাজ্য সরকার গন্ডগোল করেছে, আর আদালতকে দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক?