Live News Blog: যাদবপুরের নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্য়পাল

Live News Blog Update: প্রত্যেক জেলা থেকে শুরু করে রাজ্যের বড় খবর.. নজরে লাইভ আপডেট

ABP Ananda Last Updated: 24 Dec 2023 12:07 AM

প্রেক্ষাপট

কলকাতা: দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন। নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা । হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ। উচ্ছেদ করতে এলে তাঁদের দোকানদাররা মারধর করেন বলে অভিযোগ। পাল্টা তাঁদেরও...More

WB Live Updates : বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মারধর ব্যবসায়ীকে, বৃদ্ধা মায়ের পা ভেঙে দিল দৃষ্কৃতীরা

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরে (Sonarpur) সপরিবারে আক্রান্ত প্রতিবাদী। মেরে বৃদ্ধা মায়ের পা ভেঙে দিল দুষ্কৃতীরা। পুলিশের (Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত পরিবার ও প্রতিবেশীরা। যদিও পুলিশ জানিয়েছে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrested) করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।