Live News Blog: যাদবপুরের নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্য়পাল
Live News Blog Update: প্রত্যেক জেলা থেকে শুরু করে রাজ্যের বড় খবর.. নজরে লাইভ আপডেট
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরে (Sonarpur) সপরিবারে আক্রান্ত প্রতিবাদী। মেরে বৃদ্ধা মায়ের পা ভেঙে দিল দুষ্কৃতীরা। পুলিশের (Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত পরিবার ও প্রতিবেশীরা। যদিও পুলিশ জানিয়েছে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrested) করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরে (Sonarpur) সপরিবারে আক্রান্ত প্রতিবাদী। মেরে বৃদ্ধা মায়ের পা ভেঙে দিল দুষ্কৃতীরা। পুলিশের (Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত পরিবার ও প্রতিবেশীরা। যদিও পুলিশ জানিয়েছে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrested) করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত ব্রিগেড থেকে কাল উচ্চারিত হবে গীতা-ধ্বনি। কলকাতার প্রাণকেন্দ্রে হবে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আর এই কর্মসূচি ঘিরে বাড়ছে রাজনীতির উত্তাপ।
রাত পোহালেই কাল আরও একটি টেট। কাল টেটে বসতে চলেছেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ পরীক্ষার্থী। কলকাতার ৫টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ২ হাজার ২০০ জন চাকরিপ্রার্থী। গোটা রাজ্যে টেটের জন্য ৭৭৩টি পরীক্ষাকেন্দ্র।
সমাবর্তনের আগের দিনই অপসারিত যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্য়পাল
বিডিও অফিস থেকে দেওয়া জাতিগত শংসাপত্র অবৈধ! এমনই অভিযোগ উঠল মালদার চাঁচলে। ভুক্তভোগীদের অভিযোগ, এর ফলে তাঁদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় সোশাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। উত্তর দিয়েছে তৃণমূলও। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চাঁচলের মহকুমাশাসক।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। সমাবর্তনের (Convocation) ঠিক আগে অপসারিত যাদবপুরে অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকেই সরালেন রাজ্য়পাল ।
যেখানে অসংখ্য উত্তীর্ণ চাকরিপ্রার্থী নিয়োগই পাননি, সেখানে নতুন টেট কেন? প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। রাজ্যের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। সরকার নিয়োগ দিতে চায়, কিন্তু আইনি জটিলতার কারণেই আটকে আছে, দাবি করেছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক TET-এর জন্য আগামীকাল বাড়তি পরিষেবা দিতে তৈরি মেট্রো ও পরিবহণ দফতর।
পশ্চিমি ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের কাঁটা। রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তার জেরে বাড়ছে তাপমাত্রা। উষ্ণ বড়দিনের পূর্বাভাস দিল আলিপুর আবহওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সপরিবারে আক্রান্ত প্রতিবাদী। মেরে এক বৃদ্ধার পা ভেঙে দিল দুষকৃতীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত পরিবার ও প্রতিবেশীরা। যদিও পুলিশ জানিয়েছে, একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
দেশে একদিনে করোনা আক্রান্ত ৬৪০! রাজ্যেই আক্রান্তের সংখ্য়া ৮! নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। কোভিড আক্রান্ত হয়ে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি ৬ মাসের শিশু। তার অবস্থা সঙ্কটজনক। আক্রান্তরা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না, জানতে নমুনা পাঠানো হচ্ছে কল্য়াণীর ন্য়াশনাল ইনসটিটিউট অফ বায়ো মেডিক্য়াল জিনোমিক্সে।
ধোপে টিকল না পুলিশের সওয়াল, ৫৫ জনের জামিন, ৪ জনের জেল হেফাজত । ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীর জামিন, ৪ জন পুরুষ চাকরিপ্রার্থীর জেল হেফাজত ২৫ ডিসেম্বর পর্যন্ত।
দ্রুত নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের কাছে চাকরিপ্রার্থীরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীরা
রাজ্যসভার চেয়ারম্যানকে তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে অপমান করার অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে শ্রীরামপুরে শুভেন্দু অধিকারীর মিছিল। অন্যদিকে, লোকসভা থেকে বিরোধীদের সাসপেন্ড করার প্রতিবাদে কলকাতায় বামেদের মিছিল। ধর্মতলা থেকে এন্টালি পর্যন্ত মিছিল সূর্যকান্ত মিশ্রদের।
জেলায় জেলায় বোমাবাজি। কুলপিতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা। হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনের আগে বোমাবাজিতে উত্তপ্ত দিনহাটা। বোমাবাজি-ভাঙচুর দুবরাজপুরেও।
বাক-বিতণ্ডার মধ্যেই দলীয় বৈঠকে মুখোমুখি অর্জুন সিংহ (Arjun Singh) এবং সোমনাথ শ্যাম (Somnath Shyam)। তৃণমূলনেত্রীর (TMC) উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) সফরের আগে দলের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকেই মুখোমুখি অর্জুন সিংহ এবং সোমনাথ শ্যাম। বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ ভৌমিকও।
চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির সামনে বিক্ষোভ (Upper Primary Protest) দেখানোয় লক আপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট (Kalighat) থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিতে আবেদন জানিয়েছে পুলিশ। সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। গতকালের ঘটনায় মহিলা চাকরিপ্রার্থী-সহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রাত কাটল লালবাজারের (Lalbajar) সেন্ট্রাল লক আপে। দুপুর দুটোর কিছু পরে লালবাজার থেকে ৫টি গাড়ি করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে ধৃতদের।
প্রেক্ষাপট
কলকাতা: দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন। নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা । হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ। উচ্ছেদ করতে এলে তাঁদের দোকানদাররা মারধর করেন বলে অভিযোগ। পাল্টা তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ দোকানদারদের। দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী।: দু'হাজার দু'শো কিলোমিটার পথ পেরিয়ে, পঞ্চাশতম দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা। এরপর ৭ জানুয়ারি রয়েছে ব্রিগেড সমাবেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিছিল ভরলেও, ভোটবাক্স কি ভরবে ? মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, বামেদের ওপর ভরসা রাখছে সাধারণ মানুষ। যদিও এ নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরা।
কখনও গ্রাম, গ্রাম পেরিয়ে মফঃস্বল, কখনও রাজপথ। রোদ, ঝড়, জল... মাথায় করে....হাঁটতে হাঁটতে ২ হাজার ২০০ কিলোমিটার পথ পেরোলেন সিপিএমের যুব সংগঠনের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা ! শুক্রবার ৫০-তম দিনে পড়ল DYFI-এর 'ইনসাফ যাত্রা'। ৭ জানুয়ারি ব্রিগেডে তাদের মহা-সমাবেশ। রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম।কিন্তু বছর ঘুরলেই হাইভোল্টেজ লোকসভা নির্বাচনে। তার আগে ফের একবার প্রশ্ন উঠল, মিছিল ভরলেও, ভোটবাক্স ভরবে কি ? ভিড় কি ভোটে পরিণত হবে ? DYFI-এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, "যে কোনও প্রকার লুঠকে আটকে দিন, আমরা রয়েছি রাস্তায়।"
পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮ জন। এদের মধ্যে, বেলভিউতে ভর্তি রয়েছেন ২ জন। একজন মিডলটন রো ও অপর আক্রান্ত ভবানীপুরের বাসিন্দা। উডল্যান্ডসে ভর্তি রয়েছেন ভবানীপুরের আরেক বাসিন্দাও। কলকাতা মেডিক্যাল কলেজে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৬ মাসের এক শিশু। অন্যদিকে, আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ দিনে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের বাড়ি যাদবপুরে। তাঁরা একই পরিবারের সদস্য। এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জেনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট আসার পরই।
তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি (Recruitment Scam)। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। বেনজিরভাবে আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি (SSC)।
শিক্ষায় নিয়োগে ব্য়াপক দুর্নীতি, ওমআর শিটে কারচুপি, পরীক্ষায় অতির্কিত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগে এনেছেন চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে সিবিআইও (CBI)। এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দেওয়া হলফনামায় স্কুলে নিয়োগে অনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশনও (School Service Commission)।
আরও পড়ুন: West Bengal News Live Updates: মিড-ডে মিলে সাপের পর এবার ইঁদুর! উত্তেজনা বীরভূমের অঙ্গনওয়াড়িতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -