West Bengal News Live: বাংলায় ফের বাড়ল কোভিড সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: পুজোর আগে এখনও স্বস্তি দিচ্ছে না রাজ্যের করোনা পরিসংখ্যান।
রানিনগরে গাড়ি ঘিরে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের. ‘কংগ্রেস সমর্থকদের উপর তৃণমূলের হামলা। ঘটনাস্থলে যাওয়ার সময় বর্বরতার শিকার আমিও’, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অধীরের। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন প্রদেশ কংগ্রেস সভাপতির।
ভ্যাকসিন বিক্রির অভিযোগ, বিএমওএইচকে সাসপেন্ডের সিদ্ধান্ত। অভিযুক্ত বিএমওএইচের বিরুদ্ধে এফআইআর: স্বাস্থ্য অধিকর্তা। ছোট জাগুলিয়া গ্রামীণ হাসপাতালে করোনার টিকা বিক্রির অভিযোগ।
ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ভ্যাকসিন বিক্রির অভিযোগ। ‘অভিযুক্ত বিএমওএইচ-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ , জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
করোনাকালে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা। সংক্রমণের কথা মাথায় রেখে, একাধিক নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। জোর দেওয়া হয়েছে, কোভিড বিধি মানার উপর।
জয়ী প্রার্থী পদত্যাগ করায়, উপনির্বাচন হওয়ার কথা নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায়। কিন্তু, ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
৩০ সেপ্টেম্বর শুধু ভবানীপুরেই উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু, বাকি ৪টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হল না কেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই ইস্যুতে বামেরা তৃণমূল ও বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে। পাল্টা বিরোধীদের কড়া সমালোচনা করেছে তৃণমূল।
উপনির্বাচনে পঞ্চায়েত ভোটের মতো গায়ের জোর দেখালে হবে না। দিনহাটার সভায় দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গুহ-র। প্রসঙ্গত, ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এছাড়াও, ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে।
ফের পোশাক ফতোয়া নিয়ে বিতর্কে রাজপুর-সোনারপুর পুরসভা। পুর কর্তৃপক্ষের সাফাই, বোঝার ভুলেই এই বিভ্রাট। ভ্যাকসিনেশন সেন্টারে পোশাক ফতোয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দলবদল নিয়ে বিশ্বজিৎ দাসকে তীব্র আক্রমণ করলেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তাঁর আপত্তির পরেও প্রার্থী করা হয় বিশ্বজিৎ দাসকে। একই সঙ্গে বনগাঁর বিজেপি সাংসদ হুঁশিয়ারির সুরে বলেন, উপনির্বাচন হলে বাগদায় জিতবে বিজেপি। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাগদার বিধায়ক।
সংগঠন মজবুত করতে কর্মী সম্মেলন শুরু করেছে জেলা নেতৃত্ব। দিনক্ষণ ঘোষণা না হলেও, উপনর্বাচনের জন্য নদিয়ার শান্তিপুরে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। আর এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭০০ জন। শুক্রবারে এই সংখ্যা ছিল ৬৮৬জন। করোনা কোপে মৃত্যু হয়েছে ৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৩১টি।
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে নেমে পড়লেন তৃণমূল কর্মীরা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চলছে দেওয়াল লিখন। খেলা হবে স্লোগানে ভরে উঠছে দেওয়াল।
আদালতের নির্দেশের পরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কাটল অচলাবস্থা। শুরু হল ভর্তি প্রক্রিয়া ও কাউন্সেলিং। এদিন, আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে বোলপুরের ডাকবাংলো মোড় থেকে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ।
উপনির্বাচনের দিন ঘোষণার পরই ভবানীপুরে পোস্টার দেওয়ার কাজ শুরু করে দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। কালই উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার কথা ছিল বৃহস্পতিবার। আপাতত বাতিল সেই সফর।
হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যানকে পলাতক ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালত। শুভেন্দু-ঘনিষ্ঠ শ্যামল আদককে পলাতক ঘোষণা । দুর্নীতি মামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ। শ্যামল আদকের ফ্ল্যাটের দরজায় নোটিস দিল পুলিশ। বিজেপি করায় মিথ্যে মামলা, অভিযোগ গেরুয়া শিবিরের। দোষ করেছেন বলে পালাচ্ছেন, পাল্টা দাবি তৃণমূলের।
তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। এক সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩ বিধায়ক। সোমবার তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। মঙ্গলবার তৃণমূলে যোগ দেন বাগদার বিধায়ক বিশ্বজিত্ দাস। এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। শান্তিপুরে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন সাংসদ জগন্নাথ সরকার। দিনহাটায় জয়ের পর বিধায়ক পদ ছাড়েন সাংসদ নিশীথ প্রামাণিক। এবার তৃণমূলে ফিরলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭১
ভোটের দিন ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল। ভোটের জন্য ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পেশ করার শেষ দিন । কালই উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার কথা ছিল বৃহস্পতিবার। আপাতত বাতিল সেই সফর।
‘সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে ভোটের সিদ্ধান্ত। ভবানীপুরে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী'। লিখিত বিবৃতি জারি করে জানাল নির্বাচন কমিশন।
৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এছাড়াও, ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। ভোট গণনা ৩রা অক্টোবর।১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা ও ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। ৩০ সেপ্টেম্বর নির্বাচন সামসেরগঞ্জেও। ভোট গণনা ৩ অক্টোবর।
কয়লাপাচারকাণ্ডে কলকাতাজুড়ে অভিযান চালাচ্ছে ইডি। ৩টি দলে ভাগ হয়ে চলছে তল্লাশি। ডালহৌসি, পার্ক স্ট্রিট, লিন্ডসে স্ট্রিটে অভিযান চালাচ্ছেন ইডি অফিসাররা। ইডি-র দাবি, তিনটি সংস্থার ঠিকানায় খোলা হয়েছিল একাধিক কোম্পানি। এদের মাধ্যমেই কয়লা পাচারের টাকার লেনদেন চলত, তদন্তে এমন তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। এদিন সিআইএসফ-কে সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি অফিসাররা।
কালিম্পঙের কাটারে এলাকায় ধস। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ পেডং বাজার থেকে ১৫ কিলোমিটার দূরে কাটারে-তে ধস নামে। মৃত্যু হয় ৭৫ বছরের বীরবাহাদুর মঙ্গারের।
রাজ্যে প্রথম অর্গ্যানিক হাব তৈরি হচ্ছে নিউটাউনে। সেখানে মিলবে জৈব পদ্ধতিতে চাষ করা সবজি থেকে রান্না করা খাবার। ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষের পথে। আগামী জানুয়ারিতেই হাব চালুর চেষ্টা চলছে।
কলকাতা পুরসভার বিল্ডিংয়ে আগুন। লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন। ধোঁয়ায় ঢেকে গেছে বাড়িটি
মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি। বিভিন্ন জায়গায় বিক্ষোভ সভা রাস্তা অবরোধ করা হচ্ছে ।গতকাল রাণীনগরে অধীর চৌধুরীর গাড়ির সামনে বিক্ষোভের প্রতিবাদ।বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ ।পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা
সিম বক্স প্রযুক্তিতে প্রতারণাকাণ্ডে নতুন তথ্য। ধৃতদের নিয়ে নদিয়ার নাকাশিপাড়ায় রাজ্য পুলিশের এসটিএফের তল্লাশি। উদ্ধার হয় ৩টি সিম বক্স, মোডেম ও রাউটার
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত নিয়ে আজও পর্যালোচনা বৈঠকে সিবিআই। সূত্রের খবর, তদন্তভার নেওয়ার পর ২ সপ্তাহে ৩৪টি মামলার তদন্তে কী অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনা করতেই নিজাম প্যালেসে ২ দিন ধরে সিবিআইয়ের বৈঠক চলছে। বৈঠকে সিবিআইয়ের ৪ জন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি ও এসপি পদমর্যাদার অফিসাররা ছাড়াও রয়েছেন প্রতিটি মামলার তদন্তকারী অফিসার। সিবিআই সূত্রে খবর, আলোচনায় বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ধৃতদের জামিন আটকানোর ওপর।
কালিয়াচকের সুজাপুরে লরি ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্কুটার চালকের। সকাল সাড়ে ৮টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে।
সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আগামী 48 ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
গঙ্গা, ফুলহারের পাশাপাশি এবার জল বাড়ছে মহানন্দার। জল ঢুকতে শুরু করেছে পুরাতন মালদার পুর-এলাকায়। প্লাবিত নদী তীরবর্তী ৮ ও ২০ নম্বর ওয়ার্ড। ঘরছাড়া শতাধিক পরিবার। অনেকেই বাড়ি ছেড়ে উঠেছেন স্থানীয় মাদ্রাসায়। কেউ আবার ত্রিপল টাঙিয়ে রাস্তাতেই আশ্রয় নিয়েছেন।
বামেদের সঙ্গে নিয়ে বিশ্বভারতীকে রাজনীতির আখড়া বানিয়ে তুলছে তৃণমূল সরকার। বাংলার স্বাভিমান ক্ষুণ্ণ হচ্ছে। বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন নিয়ে আক্রমণ দিলীপ ঘোষের।
দল ছাড়ার পরেও বিশ্বজিৎ দাসের সঙ্গে শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব অব্যাহত। ‘ বিশ্বজিৎ দাস দল ছাড়লেও, বিজেপির কোনও ক্ষতি হবে না।’দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর।বাগদার বিধায়ক টিকিট পান, তা তিনি চাননি বলেও জানান শান্তনু। পাল্টা কটাক্ষ করে বিশ্বজিৎ দাস বলেছেন, রাজনীতিতে অপরিণত শান্তনু ঠাকুর।বনগাঁর সাংসদের জন্যই তিনি দল ছেড়েছেন।
মালদার কালিয়াচকে ফের প্রকাশ্যে এল তৃণমূলের কোন্দল। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই সদস্যরা। জেলা সভাপতির বার্তার পরও সিদ্ধান্তে অনড় তাঁরা।নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত। কটাক্ষ করেছে বিজেপি।
সিবিআই-ইডি’র তদন্ত নিয়ে ফের সুর চড়াল তৃণমূল। মোদি সরকার কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। যদিও, বিজেপি এসবে গুরুত্ব দিতে নারাজ। অন্যদিকে, শুক্রবারই ভোট-পরবর্তী সন্ত্রাসের মামলায় দ্বিতীয় চার্জশিট দিয়েছে সিবিআই।
বনগাঁয় এবার তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ তীব্র হল সোশাল মিডিয়ায়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে টাকা তুলছে তৃণমূল। পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে শাসক দল।
কালচিনি ব্লকের সভাপতি কে? এই নিয়েই জোর বিতর্ক আলিপুরদুয়ারে! ১৬ অগাষ্ট লুইস কুজুরকে ব্লক সভাপতি ঘোষণা করা হয়। কিন্তু প্রাক্তন ব্লক সভাপতি পাশাং লামা নিজেকে কালচিনির সভাপতি হিসেবে দাবী করছেন। রাজ্য নেতৃত্ব নতুন সভাপতি নিয়ে সিদ্ধান্ত জানালে সেই অনুযায়ী কাজ হবে বলে দাবি জেলা সভাপতির। সার্কাসের দল বলে কটাক্ষ বিজেপির।
করোনা আবহে কড়াকড়ি। কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড় ঠেকাতে ছ’দিনের জন্য বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দির চত্বর। তবে, মন্দিরে নিত্যপুজো হবে নিয়ম মেনে। অনলাইনে পুজো দিতে পারবেন ভক্তরা।
প্রেক্ষাপট
কলকাতা : তদন্ত শুরুর ৮দিনের মাথায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট। ভাটপাড়ায় বিজেপি কর্মী খুনের মামলায় ৪জনের বিরুদ্ধে চার্জশিট। জগদ্দলে শোভারানি মৃত্যু মামলায় ১ অভিযুক্ত গ্রেফতার। ফাঁসানোর দাবি ধৃতের।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে ফের নন্দীগ্রামে সিবিআই। বিজেপি নেতা খুনে ঝাড়গ্রাম জেলে গিয়ে ২ বন্দিকে জেরা। তৃণমূলকর্মী খুনে কেন তদন্ত নয়? প্রশ্ন সুখেন্দুর। এত ভয় কীসের? পাল্টা দিলীপ।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে গঠিত সিটের নজরদারিতে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। শুধু সিট কেন, সিবিআই তদন্তেও নজরদারি চান ফিরহাদ। নিজের লোককে বসালে খুশি হতেন? পাল্টা দিলীপ।
রাজ্য পুলিশের ডিজি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের ধাক্কা। ইউপিএসসিকে বাদ দিয়ে নিয়োগের আবেদন শুনতেই চাইল না আদালত। আগেই একই আবেদন খারিজ। ফের কেন সময় নষ্ট? মন্তব্য বিচারপতির।
রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার পরে বিক্ষোভের মুখে অধীর। গাড়ি ঘিরে কালো পতাকা। নেপথ্যে তৃণমূল, দাবি কংগ্রেসের। গ্রামবাসীদের প্রতিবাদ, পাল্টা তৃণমূল।
হাইকোর্টের কড়া নির্দেশের পরেই উপাচার্যের বাসভবনের গেটের তালা ভাঙল পুলিশ। ৫০ মিটার দূরে সরানো হল পড়ুয়াদের ধর্নামঞ্চ। এটা ছাত্র সংগঠন, কোনও ট্রেড ইউনিয়ন নয়, মন্তব্য ক্ষুব্ধ আদালতের।
প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদের সম্পত্তির খোঁজে কুবেরের ধনের হদিশ। ঘনিষ্ঠকে নিয়ে ব্যাঙ্কের লকারে হানা, ৩ কেজি সোনার বিস্কুট, গয়না উদ্ধার। নামে-বেনামে অসংখ্য জমি, অ্যাকাউন্টে প্রচুর টাকা পাওয়ার দাবি পুলিশের।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল প্রশ্নপত্র। হাইকোর্ট বলার পরেও ভুল না শোধরানোয় পর্ষদ সভাপতিকে প্রায় ৪ লক্ষ টাকা জরিমানা। দিতে হবে নিজের রোজগার থেকে। ভুল প্রশ্নের উত্তর দিলেই পুরো নম্বর দেওয়ার নির্দেশ।
হুগলিতে রোগীর শরীরে মিলল ডেল্টা প্লাসের হদিশ। উদ্বেগের কারণ নেই, জানালেন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগনা।
রাত ৯টার বদলে এবার সোম থেকে শুক্র প্রান্তিক স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় ছাড়বে শেষ মেট্রো। সোমবার থেকে আরও ৭টি মেট্রোর রেক। শনি-রবিবার চলবে শুধুমাত্র স্টাফ স্পেশাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -