কলকাতা: জল্পনা একটা চলছিল। অবশেষে তা সত্যি করে বসিরহাটে (Basirhat) নির্বাচন বাতিলের আর্জি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন লোকসভা ভোটে ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়ানো সন্দেশখালির রেখা পাত্র (BJP Candidate Rekha Patra)। বসিরহাটে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে জয়ী হওয়া প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে কমিশনে ভুল তথ্য দেওয়ার অভিযোগের সঙ্গে ঘাসফুল শিবির জালিয়াতি করে নির্বাচনে (Lok Sabha Election 2024) জিতেছে বলেও দাবি তাঁর। রেখা পাত্রের পাশাপাশি মঙ্গলবার নির্বাচন বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। আদালত তাঁদের মামলা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে জানা গেছে।
রেখা পাত্রের দাবি, নিয়ম মেনে মনোনয়নপত্রের হলফনামার সঙ্গে নো ডিউজ সার্টিফিকেট নির্বাচন কমিশনে জমা দেয়নি তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় জয়ী হওয়া হাজি নুরুল ইসলাম। এই বিষয়ে বিজেপির তরফে অভিযোগ জানানো হলেও কমিশন কোনও গুরুত্ব দেয়নি। তারা পক্ষপাতিত্ব করেছে। আর সেই সুযোগে নির্বাচনেও জালিয়াতি করে জিতেছে তৃণমূল কংগ্রেস।
এপ্রসঙ্গে রেখা পাত্র বলেন, "হাজি নুরুল ইসলাম যে মনোনয়ন জমা দিয়েছিলেন সেখানে ভুল রয়েছে। যে হলফনামা জমা দিয়েছেন তাতেও ভুল আছে। লোকসভা নির্বাচনেও তিনি অন্যায়ভাবে জিতেছেন। এটা কোনওভাবেই আমরা মেনে নিচ্ছি না। কারণ, উনি অন্যায় করেছেন। আমরা এর বিচার চাই৷ সত্যি কী তা মানুষের সামনে আসুক। তৃণমূল কংগ্রেস প্রার্থী যদি বিজেপির বিরুদ্ধে মামলা করতে পারেন। তবে ওনাদের বিরুদ্ধে কেন মামলা হবে না? বিচার সবার প্রতি সমান হওয়া চাই। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। মানুষ সবটা এমনিতেই জানতে পেরেছে। আরও একটু পরিষ্কার করে বিষয়টি জানতে পারে যাতে তার জন্য মামলা দায়ের করা হয়েছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, পয়লা জুন লোকসভা নির্বাচন হয়েছিল বসিরহাটে। ৪ জুন ফলাফল প্রকাশ পেতে দেখা যায় বিজেপির রেখা পাত্রকে প্রচুর ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম। তারপর থেকেই জালিয়াতি করে ঘাসফুল শিবির ভোটে জিতেছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।