কলকাতা: 'রাজভবনের সামনে তৃণমূলের ধর্না, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি', শুভেন্দুর করা মামলায় হাইকোর্টে জানাল রাজ্য সরকার (Calcutta High Court On Suvenu Case)। 'কেন নেওয়া হয়নি? নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পারলে অন্যদের কী করে রাখবেন?' কোনও পদক্ষেপ কী করতে চান? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।


'শাসকদলকে আড়াল করে বিরোধীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ। আমরা জঙ্গি নই, অবস্থানে বসলে কি অসুবিধে?' ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে অভিযোগ শুভেন্দুর। নবান্ন কিংবা ভবানীভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু, বিকল্প প্রস্তাব রাজ্যের. 'ওয়াই চ্যানেল, শহিদ মিনার, গাঁধী মূর্তি, মাতঙ্গিনী মূর্তির পাদদেশ', হাইকোর্টে শুভেন্দু অধিকারীকে ৪টি জায়গার প্রস্তাব রাজ্যের । নবান্ন কিংবা ভবানী ভবনের সামনে ধর্নায় বসার আবেদন শুভেন্দুর ।


ভবানী ভবন খুব ছোট জায়গা, সমস্যা আছে, কোর্টে দাবি রাজ্যের। তাহলে নবান্ন? পাল্টা রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। 'যদি ছুটির দিনে ভবানী ভবনের সামনে অবস্থানের অনুমতি দেওয়া হয়? আইন অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে অন্যরাও তো করবে?'শুভেন্দুর করা মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি সিন্হার । 'যত বেশি নির্দেশনামা দেখাবেন, তত মনে হবে কাউকে রক্ষা করার চেষ্টা করছেন', রাজ্য সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। 


রাজভবনের সামনে তৃণমূলের ধর্নাকে হাতিয়ার করে, ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে, ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা। এনিয়ে পাল্টা, কটাক্ষ করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী বলেন, 'যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্না দেওয়ার জন্য ৫ দিন অ্যালাও করেছিল কলকাতা পুলিশ। সেই রাজভবনের গেটে, বিরোধী দলনেতা এবং আক্রান্তরা ৫ দিন আমরা ওখানে বসব।' রাজভবনের সামনে তৃণমূলের ধর্নাকে হাতিয়ার করে চাপ বাড়ানোর কৌশল। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে,রাজভবনের গেটে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। এবার সেই অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা। 


আরও পড়ুন, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, ঘরছাড়াদের ফেরাতে সন্দেশখালিতে BJP নেত্রী প্রিয়ঙ্কা


গত বছরের অক্টোবরে, ঠিক পুজোর মুখে, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ না পাওয় এবং পুলিশি হেনস্থার বিরুদ্ধে রাজভবন অভিযান করে শক্তি প্রদর্শন করে তৃণমূল। কিন্তু, রাজ্যপাল না থাকায় রাজভবনের নর্থগেটের অদূরে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ৫ দিন ধর্নার পর, রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দল। তারপর, ধর্না প্রত্যাহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গ উঠে এসেছে শুভেন্দু অধিকারীর গলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।